Advertisment

মাইলস্টোন থেকে আট কদম দূরে বিরাট

বিরাট কোহলি মাঠে নামার আগেই বাইশ গজ পায় রেকর্ডের গন্ধ। প্রতিনিয়ত তাঁর ব্যাটে ভাঙা-গড়ার খেলা চলে। এ যেন নিত্যনৈমিত্তক ঘটনা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাটের আর প্রয়োজন আটটি রান।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

মাইলস্টোন থেকে আট কদম দূরে কোহলি (ছবি টুইটার)

বিরাট কোহলি মাঠে নামার আগেই বাইশ গজ পায় রেকর্ডের গন্ধ। প্রতিনিয়ত তাঁর ব্যাটে ভাঙা-গড়ার খেলা চলে। এ যেন নিত্যনৈমিত্তক ঘটনা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাটের আর প্রয়োজন আটটি রান। তাহলেই অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর এক হাজার টেস্ট রান চলে আসবে। এই মুহূর্তে কোহলি দাঁড়িয়ে আছেন ৯৯২ রানে। আগামী বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।  বলাই বাহুল্য এই ম্যাচেই কোহলি এই নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।

Advertisment

অস্ট্রেলিয়ার সঙ্গে কোহলির ক্রিকেট রোম্যান্স বিশ্ববন্দিত। এখনও পর্যন্ত এখানে আটটি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি। তাঁর গড় ৬২.০০-এর গড়ে করেছেন ৯৯২ রান। এর মধ্যে মেলবোর্নে সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন ২০১৪ সালে। অর্থাৎ শেষবার অস্ট্রেলিয়া সফরের সময়। পাঁচটি টেস্ট শতরান ও দু’টি হাফ-সেঞ্চুরি রয়েছে বিরাটের ঝুলিতে। ভারতীয়দের মধ্যে এক হাজারি ক্লাবে রয়েছেন শচীন তেন্ডুলকর (১৮০৯ রান)   ভিভিএস লক্ষ্মণ (১২৩৬ রান) ও রাহুল দ্রাবিড় (১১৪৩)।

আরও পড়ুন: কাউকে কিছু প্রমাণ করার নেই: বিরাট কোহলি

কোহলি কিন্তু আরও একটি রেকর্ড ভাঙতে পারেন অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিকারী ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখাতে পারেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কররে মতো কোহলিরও রয়েছে অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট শতরান। ক্যাঙ্গারুর দেশে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে আধুনিক ক্রিকেটের ডন শচীন তেন্ডুলকরের। ২০টি টেস্ট খেলে শচীন করেছেন ছ’টি শতরান। কোহলি আর দু’টি সেঞ্চুরি পেলেই ছাপিয়ে যাবেন শচীনকে।

অন্যদিকে কোহলি কিছুদিন আগেই বলেছেন যে, কাউকে আর কিছু প্রমাণ করার নেই তাঁর। দলের প্রয়োজনে একশ শতাংশই মাঠে দেওয়ার চেষ্টা করেন তিনি। কোহলির কাছে ভারত আর বিদেশের মাটির মধ্যে কোনও ফারাক নেই। তাঁর কাছে সবটাই একটা প্রক্রিয়ার মতো। টেস্ট শুরুর আগে ভারত একটিই ওয়ার্ম-আম ম্যাচ খেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ব্যাটে-বলে নিজের ছাপ রেখেছেন তিনি। ৬৪ রানের ইনিংস খেলার পাশাপাশি হাত ঘুরিয়ে একটি উইকেটও পান বিরাট।

cricket Virat Kohli Sachin Tendulkar
Advertisment