মধুরেণ সমাপয়েৎ হলো না বিরাট কোহলির। বছরের শেষটায় শূন্য রানেই ফিরতে হলো তাঁকে। চলতি বছরে আর ব্যাট ধরার সুযোগ পাবেন না ভারত অধিনায়ক। ফের তিনি ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাবেন সিডনি টেস্টে (৩-৭ জানুয়ারি, ২০১৯)। শুক্রবার অর্থাৎ বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আউট হলেন শূন্য রানে। আর এই ব্যর্থতার সঙ্গেই কোহলির ফের একবার টপকে যাওয়া হলো না প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক রিকি পন্টিংকে।
ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রানের নজির রয়েছে পন্টিংয়ের। ২০০৫ সালে কিংবদন্তি এই ব্যাটসম্যান ২৮৩৩ রান করেছিলেন। এখনও পর্যন্ত এই রান ভাঙতে পারেননি কোনও ব্যাটসম্যানই। কিন্তু কোহলির সামনে সুযোগ ছিল পন্টিংকে টপকে যাওয়ার। কিন্তু কোহলি বছর শেষ করলেন ২৭৩৫ রানে। ৯৯ রানের জন্য আটকে গেলেন বিরাট। এই নিয়ে টানা দ্বিতীয়বার পন্টিংকে টপকে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েও কোহলি পারলেন না।
আরও পড়ুন: সেঞ্চুরি খুইয়েও পয়মন্ত অস্ট্রেলিয়ায় রেকর্ডের ছড়াছড়ি কোহলির
গত বছর কোহলি শেষ করেছিলেন ২৮১৮ রানে। এমনকি এক বছরে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবেও নিজের নাম নথিভুক্ত করতে পারলেন না ভারত অধিনায়ক। ২০১৮ রানে থামলেন বিরাট। স্মিথের থেকে ৭৫ রান কম তাঁর। যদিও বিদেশের মাটিতে সর্বোচ্চ রান করা ভারতীয় ব্যাটসম্যান হয়ে গিয়েছেন বিরাট। রাহুল দ্রাবিড়কে টপকেছেন তিনি। ‘দ্য় ওয়াল’ ২০০২ সালে ১১৩৭ রান করেছিলেন। রাহুল টপকে গিয়েছিলেন ১৯৮৩ সালে মহিন্দর অমরনাথের করা ১০৬৫ রান।