কেন বুমরাকে খেলতে চান না কোহলি?

বুমরা টুইটারে জানিয়েছেন যে, সাফল্যের সঙ্গে মাহাত্ম্যর কোনও সম্পর্ক নেই। সবটাই ধারাবাহিকতা। স্বপ্নের জয়ের সঙ্গে বছর শেষ করতে পেরে খুশি হয়েছেন তিনি। 

বুমরা টুইটারে জানিয়েছেন যে, সাফল্যের সঙ্গে মাহাত্ম্যর কোনও সম্পর্ক নেই। সবটাই ধারাবাহিকতা। স্বপ্নের জয়ের সঙ্গে বছর শেষ করতে পেরে খুশি হয়েছেন তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah

যসপ্রীত বুমরা (ছবি-টুইটার/বিসিসিআই)

মেলবোর্নে টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ভারত। বিরাট কোহলি অ্যান্ড কোং-এর জয়ের অন্যতম কারিগর ছিলেন যসপ্রীত বুমরা। কেরিয়ারের সেরা বোলিং করেছেন তিনি। বক্সিং-ডে টেস্টে ৮৬ রান খরচ করে পেয়েছেন ৯ উইকেট। বুমরার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং ভারত অধিনায়ক বিরাট। তিনি জানিয়েছেন যে, বিরাটের বল তিনি খেলতে চান না।

Advertisment

কোহলি বললেন, “টেস্ট ক্রিকেটে বিশেষত পার্থের মতো পিচে আমি বুমরাকে খেলতে চাই না। সত্যি বলতে ও শুরু করলে ভেঙে গুঁড়িয়ে দেয়। ওর মাইন্ডসেটটাই আলাদা। এটাই বাকিদের থেকে বুমরাকে আলাদা করেছে। এই মুহূর্তে ও বিশ্বের অন্যতম সেরা। ও পিচের কথা মাথায় রাখে না। শুধু উইকেট নিয়ে ভাবে। ওর মাথায় থাকে কী করে দলের জন্য উইকেট পেতে পারি। সাম্প্রতিক অতীতে ওর মতো এরকম মানসিকতার কাউকে দেখিনি। শেষ এক বছরে ও নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে দুরন্ত পরিণত হয়ে উঠেছে। সেজন্যই এই সাফল্য পেয়েছে।” এখানেই শেষ নয়, কোহলি আরও বলেছেন যে, ভবিষ্য়তে বুমরা বিশ্বের কাছে ত্রাস হতে চলেছে। 

আরও পড়ুন: বুমরা বিস্ফোরণে তছনছ অস্ট্রেলিয়া

Advertisment

আগামী ৩ জানুয়ারি ফের মাঠে নামবেন বিরাটরা। আপাতত বিশ্রাম টিম ইন্ডিয়ার। সিডনিতে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ খেলা।বুমরা টুইটারে জানিয়েছেন যে, সাফল্যের সঙ্গে মাহাত্ম্যর কোনও সম্পর্ক নেই। সবটাই ধারাবাহিকতা। স্বপ্নের জয়ের সঙ্গে বছর শেষ করতে পেরে খুশি হয়েছেন তিনি।

Virat Kohli