দেশ হোক বা বিদেশ। বিরাট কোহলি কোনও সিরিজের নামার আগেই বাইশ গজ পায় রেকর্ড ভাঙার গন্ধ। নিউজিল্যান্ডেও তার ব্যতিক্রম হচ্ছে না। শেষ কয়েক বছর বিরাট যে ফর্মে রয়েছেন তাতে প্রায় প্রতি ম্যাচেই তাঁর ব্যাটে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে। সাম্প্রতিক অতীতে কোহলি ছাপিয়ে গিয়েছেন একাধিক কিংবদন্তিকে।
অস্ট্রেলিয়ার বিরিুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন কোহলি। নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজেও ভারত অধিনায়কের ব্যাট কথা বলবে বলেই আশাবাদী তাঁর ফ্যানেরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বিরাট ভাঙতে পারেন বীরেন্দ্র শেহওয়াগের জোড়া রেকর্ড।
আরও পড়ুন: ভারত অধিনায়ককে নয়, এই দুই ক্রিকেটারকেই ভয় পাচ্ছেন টেলর
কিউয়িদের বিরুদ্ধে কোহলির রয়েছে পাঁচটি ওয়ান-ডে সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে শেহওয়াগই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান-ডে সেঞ্চুরি করেছেন। ছ’টি শতরান রয়েছে তাঁর। কোহলির রয়েছে পাঁচটি সেঞ্চুরি। বীরুকে টপকাতে প্রয়োজন আর দু’টি সেঞ্চুরি। এই মুহূর্তে শচীন তেন্ডুলকরের সঙ্গে যুগ্মভাবে পাঁচটি সেঞ্চুরি রয়েছে কোহলির।
অন্যদিকে বীরু তাঁর কেরিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩টি ইনিংসে করেছেন ১১৫৭ রান। বিরাটের রয়েছে ১৯ ইনিংসে ১১৫৪ রান। আর চার রান করলেই কোহলি টপকে যাবেন শেহওয়াগকে। শচীনের পরেই দ্বিতীয় স্থানে চলে আসবেন বিরাট। মাস্টারব্লাস্টারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ফর্ম্যাটে ১৭৫০ রান রয়েছে। শচীনকে টপকাতে আরও ৫৯৬ রান প্রয়োজন কোহলির। সেটা এই সিরিজে অসম্ভব বললেই চলে। যদিও বিশেষজ্ঞদের মতে কোহলির ব্যাটেই ভাঙবে ক্রিকেটের সব রেকর্ড।