বিরাট কোহলি মাঠে নামলেই বাইশ গজ পায় রেকর্ডের গন্ধ। এটা প্রায় নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে এখন। আগামিকাল কোহলি অ্যান্ড কোং পার্থে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে। আর পার্থেও কোহলির অপেক্ষায় বেশ কয়েক’টি রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ভারত প্রথম টেস্টে ৩১ রানে জয় পেয়েছে। সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। উপমহাদেশের বাইরে কোহলির ক্যাপ্টেনসিতে এটা ভারতের পঞ্চম টেস্ট জয়। পার্থে যদি টিম পেইনের অস্ট্রেলিয়াকে কোহিলর দল হারাতে পারে তাহলে টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন স্পর্শ করবেন প্রাক্তনকে।
আরও পড়ুন: ভারতের অ্যাডিলেড জয়
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নেতৃত্বে ভারক উপমহাদেশের বাইরে ছ’টি টেস্ট জিতেছে। মহারাজকে স্পর্শ করতে কিংয়ের প্রয়োজন আরেকটি টেস্ট জয়। পার্থে না পারলেও কোহলির কাছে সুযোগ থাকবে মেলবোর্ন আর সিডনিতে সেই রেকর্ড করার। বিদেশের মাটিতে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে নিজের নাম লেখাতে পারবেন বিরাট। কোহলির ব্যক্তিগত রেকর্ডের সঙ্গে জড়িয়ে দেশের রেকর্ডও। পার্থে টেস্ট জিততে পারলে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম দেশ হিসেবে ১৫০ জয়ের স্বাদ পাবে। অতীতে এই নজির রয়েছে অস্ট্রেলিয়া (৩৮৩), ইংল্যান্ড (৩৬৪), উইন্ডিজ (১৭১) ও দক্ষিণ আফ্রিকার (১৬১)।
কোহলি যদি পার্থে সেঞ্চুরি করতে পারেন তাহলে স্পর্শ করবেন আরও একটি মাইলস্টোন। ২৫ নম্বর টেস্ট শতকের সৌজন্য়ে কোহলি টপকে যেতে পারবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক সেঞ্চুরিকারী ক্রিকেটারদের তালিকায় ক্যালিস আর কোহলি যৌথভাবে রয়েছেন চার নম্বরে। দু’জনেরই আছে ৬২টি করে শতরান। ক্যালিসকে টপকাতে পারলে কোহলি চলে আসবেন তিন নম্বরে। শ্রীলঙ্কার স্টার কুমার সঙ্গকারার সঙ্গে এক আসনে আসবেন তিনি। এই তালিকায় সবার ওপের বিরাজমান শচীন তেন্ডুলকর। আধুনিক ক্রিকেটের ঈশ্বরের সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে। দ্বিতীয় স্থানে রিকি পন্টিং। ৭১টি সেঞ্চুরি রয়েছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অজি অধিনায়কের।