Virat Kohli Angry: ক্যাচ ফসকাতেই রেগে আগুন বিরাট, মাঠেই ঘটালেন এমন কাণ্ড! ভাইরাল ভিডিও

Virat Kohli: ইতিমধ্যে বিরাট কোহলির একটি রিঅ্য়াকশন সংবাদ শিরোনামে উঠে আসে। ক্যাচ হাতছাড়া হওয়ার পর কিং কোহলি কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Virat Kohli: ইতিমধ্যে বিরাট কোহলির একটি রিঅ্য়াকশন সংবাদ শিরোনামে উঠে আসে। ক্যাচ হাতছাড়া হওয়ার পর কিং কোহলি কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli angry Reaction

রেগে আগুন বিরাট কোহলি

২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ২০ নম্বর ম্য়াচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। এই ম্য়াচে আরসিবি ব্রিগেড ১২ রানে জয়লাভ করে। তবে ম্য়াচ চলাকালীন আচমকা রেগে যান বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আসলে, মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে একটি সহজ ফিল্ডিং মিস করেছিলেন বিরাট কোহলি। সেকারণে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সঙ্গে নিজের টুপিটাও মাটিতে ছুড়ে ফেলেন।

Advertisment

যশ-জীতেশের মধ্য়ে ধাক্কাধাক্কি

আসলে মুম্বই ইনিংস চলাকালীন দলের সিনিয়র ব্যাটার তথা ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে বল করছিলেন যশ দয়াল। সেই একটি শট মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারেননি সূর্য। বলটা সোজা হাওয়ায় উঠে যায়। যশ দয়াল ক্য়াচ নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। সঙ্গে দৌড়তে শুরু করেন উইকেটকিপার জীতেশ শর্মা। কেউই ক্য়াচের জন্য কল করেননি। শেষপর্যন্ত তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। সেইসঙ্গে হাতছাড়া হয়ে যায় ক্যাচও।

শিরোনামে উঠে আসে কোহলির রিঅ্যাকশন

Advertisment

ইতিমধ্যে বিরাট কোহলির একটি রিঅ্য়াকশন সংবাদ শিরোনামে উঠে আসে। ক্যাচ হাতছাড়া হওয়ার পর কিং কোহলি কার্যত তেলে-বেগুনে জ্বলে ওঠেন। প্রথমে তিনি হতাশায় চিৎকার করেন। তারপর রাগের মাথায় নিজের টুপিটা মাটিতে ছুড়ে ফেলে দেন। তবে আরসিবি খুব শীঘ্রই এই ম্য়াচের লাগাম নিজেদের হাতে তুলে নেয়। আবারও দয়াল স্লো ডেলিভারি করেন এবং লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার যাদব।

দেখে নিন ভিডিও:

বিরাট-রজতের দুর্দান্ত হাফসেঞ্চুরি

তবে এই ম্য়াচের কথা যদি বলতে হয়, c মুম্বইয়ের সামনে ২২২ রানের টার্গেট দেওয়া হয়। এই ম্য়াচে জসপ্রীত বুমরাহ কামব্যাক করেন। তিনি ৪ ওভারে ২৯ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। গোটা ম্য়াচে মুম্বই বেশ ভাল জায়গায় ছিল। কিন্তু, শেষ ১২ রান তারা আর তুলতে পারেনি। মুম্বইয়ের হয়ে তিলক বর্মা ৫৬ রান করেন।

IPL 2025 Royal Challengers Bengaluru Virat Kohli