Advertisment

হোলি খেলল 'টিম ইন্ডিয়া', দেখে নিন ছবিতে

সারা দুনিয়ায় যখন ভারতীয়রা হোলি উদযাপন করছেন, তখন পরিবার-পরিজনের সঙ্গে হোলি খেলায় মাতলেন ভারতীয় ক্রিকেটাররাও।

author-image
IE Bangla Web Desk
New Update
indian cricketers holi

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে

মঙ্গলবার টুইটারে তাঁর অনুরাগিদের হোলির শুভেচ্ছা জানালেন ভারতিয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। লিখলেন, "সকলকে জানাই আনন্দে ভরপুর এবনফ নিরাপদ হোলি। উৎসবের দিনে আপনার জীবন হয়ে উঠুক বর্ণময়।"

Advertisment

সারা দুনিয়ায় যখন ভারতীয়রা হোলি উদযাপন করছেন, তখন পরিবার-পরিজনের সঙ্গে হোলি খেলায় মাতলেন ভারতীয় ক্রিকেটাররাও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ১৫-সদস্যের ভারতীয় দলে সদ্য স্থান পেয়েছেন শিখর ধাওয়ান। তিনিও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করলেন টুইটারে, ভক্তদের জানালেন শুভেচ্ছা। একই শুভেচ্ছা জানালেন দলে ফেরা হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন হরভজন সিং এবং চেন্নাই সুপার কিংসে তাঁর সতীর্থ দীপক চাহারও।

আগামি বৃহস্পতিবার ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ময়দানে নামবেন কোহলি অ্যান্ড কোং। তিনটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে ধরমশালায়। দ্বিতীয় ম্যাচ (১২ মার্চ) খেলা হবে লখনৌতে, তৃতীয় (১৮ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে।

View this post on Instagram

Happy holi ????????????

A post shared by Deepak Chahar (@deepak_chahar9) on

পুরাণে বলা হয়, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক হলো হোলি। 'রঙ অউর ভাং' দিয়ে পালিত এই উৎসবে মাতেন আপামর ভারতীয়, যদিও বাংলায় 'দোলযাত্রা' উদযাপিত হয় হোলির একদিন আগে।

holi
Advertisment