Advertisment

ICC Cricket World Cup 2019: চারেই কি রাহুল? উত্তর দিলেন ভারত অধিনায়ক

বিশ্বকাপে আসার আগে পর্যন্ত ভারত একটা বিষয় নিয়ে সন্দিহান ছিল। তারকাখচিত ব্যাটিং লাইন আপে চার নম্বরে কাকে নামানো হবে? মঙ্গলবার কার্ডিফে সম্ভবত সেই প্রশ্নের উত্তর বিরাট কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli hints KL Rahul’s ton may have solved No 4 riddle

চারেই কি রাহুল? উত্তর দিলেন ভারত অধিনায়ক (ছবি-টুইটার/বিসিসিআই)

বিশ্বকাপে আসার আগে পর্যন্ত ভারত একটা বিষয় নিয়ে সন্দিহান ছিল। তারকাখচিত ব্যাটিং লাইন আপে চার নম্বরে কাকে নামানো হবে? মঙ্গলবার কার্ডিফে সম্ভবত সেই প্রশ্নের উত্তর পেয়ে গেল বিরাট কোহলি অ্যান্ড কোং। সোফিয়া গার্ডেন্সে অসাধারণ সেঞ্চুরি করেই চার নম্বর জায়গায় একপ্রকার নিজের নাম লিখে ফেললেন কেএল রাহুল। এমনটাই ইঙ্গিত ভারত অধিনায়কের।

Advertisment


মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ১৬৪ রানের পার্টনারশিপ করেন রাহুল। ৯৯ বলের ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। রাহুল-ধোনির-ব্যাটে ভর করেই ভারত সাত উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর তুলতে পেরেছিল।

জবাবে মাশরাফি মোর্তাজার বাংলাদেশ ৯৫ রানে হারে। কার্ডিফে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বিরাট বললেন, "আজকের ম্যাচের সবচেয়ে বড় ইতিবাচক দিক যেভাবে কেএল রাহুল চারে ব্যাট করল। দলে প্রত্যেকে নিজের ভূমিকা জানে। রাহুল একজন ক্লাস প্লেয়ার।" কার্ডিফে ধোনি ৭৮ বলে ১১৩ রান করেছেন। পাণ্ডিয়া এসেও ১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। দু'জনেরই ভূয়সী প্রশংসা করেছেন বিরাট।

আরও পড়ুন: World Cup 2019, IND vs BAN Warm Up Match Highlights: শেষ প্রস্তুতি ম্যাচে বিপুল ব্যবধানে জয় ভারতের

কোহলি তাঁর বোলারদেরও ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বললেন, "ওদের ব্যাটসম্যানরা আমাদের চ্যালেঞ্জে ফেলে দিয়েছিল। কিন্তু আমাদের স্পিনাররা উইকেট পেয়েছে। বুমরা-চাহাল-কুলদীপ সকলেই ভাল করেছে।" অন্যদিকে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ফর্ম নিয়ে চিন্তাই নেই বিরাট। তিনি বলছেন, আইসিসি-র ইভেন্টে ভারতের এই দুই ওপেনার স্টার হয়ে ওঠেন।

Virat Kohli MS DHONI
Advertisment