Virat Kohli: ভয়ঙ্কর অপরাধ করেও টাকা দিয়ে রেহাই, 'ঠুঁটো" ICC-কে একহাত ভন-ওয়াহ'র

Cricketers on Virat Kohli Fine: মেলবোর্ন টেস্টে মহা বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন কোহলি। ১৯ বছরের অভিষেককারী স্যাম কনস্টাসের সঙ্গে শারীরিক সংস্পর্শ ঘটিয়ে। শাস্তি দিল আইসিসিও।

Cricketers on Virat Kohli Fine: মেলবোর্ন টেস্টে মহা বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন কোহলি। ১৯ বছরের অভিষেককারী স্যাম কনস্টাসের সঙ্গে শারীরিক সংস্পর্শ ঘটিয়ে। শাস্তি দিল আইসিসিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kohli vs konstas

Virat Kohli: বিতর্কিত মুহূর্তে বিরাট কোহলি (টুইটার)

Mark Waugh and Michael Vaughan Slam ICC: বিরাট কোহলির প্রতি নরম মনোভাব নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তীব্র নিন্দা করলেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জুই প্রাক্তন ক্রিকেটার- মার্ক ওয়া ও মাইকেল ভন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনে ১৯ বছর বয়সি ক্রিকেটার স্যাম কনস্টাসকে কাঁধে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে।

Advertisment

এই জন্য তাঁকে ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে, আরও বড় শাস্তি চেয়েছিলেন মার্ক ওয়া এবং ভন। কিন্তু, তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি। আর, তাতেই চটেছেন দুই প্রাক্তন খেলোয়াড়। তার মধ্যে মার্ক ওয়া তো স্পষ্টই জানিয়েছেন, কোহলিকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, তাতে তিনি অবাক।

এই ব্যাপারে মার্ক ওয়া বলেন, 'কে কাজটা করেছে, সেটা বড় ব্যাপার না। কিন্তু, এই ধরনের আচরণ করা যায় না। ও অত্যন্ত ভাগ্যবান, কারণ শাস্তিটা কম হয়েছে। ও যা করেছে, সেটাকে দ্বিতীয় স্তরের অপরাধই বলা যায়। এটার যদি আর্থিক জরিমানাও করা হয়, তবে ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ কেটে নেওয়া উচিত।'

Advertisment

ওয়া বলেন, 'কোথাও খেলার পরিবেশই নেই, এমন জায়গায় খেললে সেখানে খেলোয়াড়দের ভিড় হয়ে যাওয়া বা জড়িয়ে পড়ার ঘটনা ঘটতে পারে। ক্রিকেটে এসব হয় না। এখানে কোনও সমস্যা হলে জানানো যায় মাত্র।'

শুধু মার্ক ওয়াই না। কোহলির শাস্তির পরিমাণ দেখে অবাক মাইকেল ভনও। তিনি বলেন, 'আমার মনে হয়েছে, কোহলি সত্যিই ভাগ্যবান। গতকাল এক ১৯ বছরের ছেলের সঙ্গে ও যা করেছে, তাতে ওঁর ভাবমূর্তিই খারাপ হয়েছে। কিন্তু, মহম্মদ সিরাজকে এডিলেড ওভালে যে পরিমাণ আর্থিক জরিমানা করা হয়েছিল, ওঁকেও সেই একই সাজা দেওয়া হয়েছে। আমার মনে হয় না, আর্থিক জরিমানা বর্তমান সময়ে কোনও খেলোয়াড়ের জন্য যথেষ্ট শাস্তি। আরও কড়া শাস্তির দরকার ছিল।'

Virat Kohli Cricket Australia ICC Australia Australia Cricket Team Border-Gavaskar Trophy