পাক অধিকৃত কাশ্মীর লিগ শুরু হয়েছে গত বছরই। ভারতের রক্তচক্ষু উপেক্ষা করেই প্ৰথম মরশুমের আসর বসেছিল। এবার পাক বোর্ড দ্বিতীয় সংস্করণের কাশ্মীর প্রিমিয়ার লিগ আয়োজন করতে চাইছে। আর সেখানেই কিনা কোহলি ক্রিকেটার হিসেবে যোগ দিক। নাহয় স্রেফ অতিথি হিসাবে হাজির থাকুন পাক অধিকৃত কাশ্মীরে। এমনটাই চাইছেন লিগের উদ্যোক্তারা।
কাশ্মীর প্রিমিয়ার লিগের প্রেসিডেন্ট আরিফ মালিক সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোহলিকে।আমন্ত্রণ পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, "রিজওয়ান খুব সদর্থক বার্তা দিয়েছে যে ক্রিকেটকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। তাই আমরা কোহলিকে আমন্ত্রণ পাঠাচ্ছি, খেলোয়াড় হিসেবে অংশ গ্রহণ করার জন্য। নাহয় স্রেফ অতিথি হিসাবে ঘুরে যাওয়ার জন্য। একটা ম্যাচ অন্তত এসে দেখে যান।"
সেই ভিডিওয় তিনি আরও জানিয়েছেন, টুর্নামেন্টের।প্রস্তুতি পূর্ণদ্যমে চলছে। কিছুদিন আগেই কেপিএল-এর (কাশ্মীর প্রিমিয়ার লিগ) ডিরেক্টর হিসাবে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছেন রশিদ লতিফ। তিনিও কোহলিও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে সহমত। তিনি পাক প্রচারমাধ্যম 'ডন নিউজ'-কে বলেছেন, "কোহলিকে আমন্ত্রণ জানানো উচিত। তবে খেলার সিদ্ধান্ত পুরোপুরি সংশ্লিস্ট ক্রিকেটারের ওপর। এমন উদ্যোগ সবসময়ই ভালো বার্তা বয়ে আনে। আমি ইতিমধ্যেই নাজাম শেঠিকে জানিয়েছি, সমস্ত ক্রিকেট বোর্ড এমনকি বিসিসিআইকেও আমন্ত্রণ জানানো উচিত।"
আরও পড়ুন: দিল্লির জয়ে প্রায় বিদায় RCB-র! নাইটদের সামনে হঠাৎই মস্ত সুযোগ, জানুন অঙ্ক
কেপিএলের দ্বিতীয় পর্বের আসর বসছে চলতি বছরের ১ তারিখ থেকে। ফাইনাল খেলা হবে ১৪ অগাস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন।