Virat Kohli: IPL-এর মাঝেই নতুন খেলায় মজলেন বিরাট, পেশাদার লিগে অন্য ভূমিকায় RCB তারকা

Virat Kohli joins in WBL: ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) মজেছেন অন্য খেলায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে কিং কোহলিকে।

Virat Kohli joins in WBL: ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) মজেছেন অন্য খেলায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে কিং কোহলিকে।

author-image
Subhamay Mandal
New Update
Virat Kohli WBL: বিশ্ব বোলিং লিগের পেশাদার টুর্নামেন্টে প্রথম বছর থেকেই জুড়লেন বিরাট

Virat Kohli WBL: বিশ্ব বোলিং লিগের পেশাদার টুর্নামেন্টে প্রথম বছর থেকেই জুড়লেন বিরাট

Virat Kohli new venture in WBL 2025: IPL 2025-এ অবিশ্বাস্য ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আইপিএল প্লে-অফের কোয়ালিফায়ারে উঠেছে আরসিবি। ট্রফি থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে আছেন বেঙ্গালুরু। এরই মধ্যে টিমের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) মজেছেন অন্য খেলায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে কিং কোহলিকে।

Advertisment

ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিশ্ব বোলিং লিগ (WBL)-এ স্ট্র্যাটেজিক ইনভেস্টর হিসেবে এবার দেখা যাবে। সম্প্রতি বিশ্ব বোলিং লিগ এমএলবি সুপারস্টার এবং তিনবারের বিশ্ব সিরিজ চ্যাম্পিয়ন মুকি বেটস-এর দল ওএমজি-কে লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে উপস্থাপন করেছে।

বুধবার এক বিবৃতিতে কোহলি বলেন, “আমি ১১ বছর বয়সে বোলিং খেলা শুরু করি এবং ১২ বছর বয়সে বল স্পিন করাও শিখে ফেলি।”

Advertisment

আরও পড়ুন IPL 2025 ট্রফি এবার বিরাটদেরই? এই ৩ কারণে চ্যাম্পিয়ন হতে পারে RCB

তিনি আরও বলেন, “এই খেলার জনপ্রিয়তা স্পষ্ট হলেও এটি একটি পেশাদার খেলা হিসেবে ততটা স্বীকৃতি পায়নি। বোলিং খেলাকে নতুনভাবে উপস্থাপনের জন্য আদি মিশ্রের দৃষ্টিভঙ্গি অনন্য, এবং ই১ সিরিজে টিম ব্লু রাইজিং-এর সঙ্গে আমাদের সাফল্যের পরে একজন ইনভেস্টর ও অংশীদার হিসেবে ডব্লিউবিএল-এর সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত।”

বিশ্ব বোলিং লিগের পেশাদার টুর্নামেন্টে প্রথম বছর থেকেই জুড়লেন বিরাট। খেলার দুনিয়ায় বিরাটের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে ডব্লিউবিএল। কুশলী বিনিয়োগকারী হিসাবে বোলিংয়ের প্রচার এবং প্রসারের দায়িত্ব নেবেন কোহলি। এই খেলাকে বিশ্বের দরবারে জনপ্রিয় করার জন্য কোহলির জনপ্রিয়তা অনেক কাজে দেবে। বলে রাখা ভাল, ক্রিকেটের বোলিংয়ের সঙ্গে এই খেলার কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন RCB জিততেই উথলে উঠল প্রেম, অনুষ্কাকে চুমুতে চুমুতে ভরালেন বিরাট! Viral Video

এই টুর্নামেন্টে বিশ্বের প্রথম সারির বোলিং প্লেয়াররা এবং টিমগুলি অংশগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। আমেরিকার জনপ্রিয় বোলিং ক্লাবগুলিও এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। আদি মিশ্রের আশা, কোহলির হাত ধরে ভারতেও দ্রুত জনপ্রিয়তা পাবে বোলিং।

RCB Virat Kohli IPL 2025