/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/gcg.jpg)
এফসি গোয়ার নতুন জার্সি উন্মোচন করলেন বিরাট কোহলি (ছবি-টুইটার/এফসি গোয়া)
আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুুপার লিগ (আইএসএল)। ফুটবল পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও সামিল হয়ে গেলেন আইএসএল মহাযজ্ঞে।
The moment you were waiting for has arrived ???? Presenting to you all, the new home jersey for the 2019-2020 season ????????????#BeGoa#ForcaGoapic.twitter.com/XulWMe8yXl
— FC Goa (@FCGoaOfficial) September 23, 2019
এফসি গোয়ার নতুন মরসুমের (২০১৯-২০) জার্সি উন্মোচন করলেন বিরাট। গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে প্রায় হাজারখানেক সমর্থকদের উপস্থিতিতে নতুন কমলা জার্সিতে হারিজ হলো এফসি গোয়া। আর এই টিমের সহ-মালিক স্বয়ং কোহলিই। কোহলি নিজেই সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।
Excited to be a part of @FCGoaOfficial jersey launch for the season. ???? The home kit looks vibrant and resonates with the spirit of football in the state. Wishing the club and it's fans all the very best for the upcoming edition of the @IndSuperLeague. #ForcaGoa#NowWeRise ???? pic.twitter.com/xg2WKdvjAV
— Virat Kohli (@imVkohli) September 24, 2019
আইএসএল-এ এখনও পর্যন্ত চ্য়াম্পিয়ন হতে পারেনি কোহলির টিম। ২০১৫-র পর গত মরসুমের তাদের রানার্স ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।