দেখুন ছবি: এফসি গোয়ার নতুন জার্সি উন্মোচন করলেন বিরাট কোহলি

ফুটবল পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও সামিল হয়ে গেলেন আইএসএল মহাযজ্ঞে।

ফুটবল পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও সামিল হয়ে গেলেন আইএসএল মহাযজ্ঞে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli launches FC Goa’s new home jersey

এফসি গোয়ার নতুন জার্সি উন্মোচন করলেন বিরাট কোহলি (ছবি-টুইটার/এফসি গোয়া)

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুুপার লিগ (আইএসএল)। ফুটবল পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও সামিল হয়ে গেলেন আইএসএল মহাযজ্ঞে।

Advertisment


এফসি গোয়ার নতুন মরসুমের (২০১৯-২০) জার্সি উন্মোচন করলেন বিরাট। গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে প্রায় হাজারখানেক সমর্থকদের উপস্থিতিতে নতুন কমলা জার্সিতে হারিজ হলো এফসি গোয়া। আর এই টিমের সহ-মালিক স্বয়ং কোহলিই। কোহলি নিজেই সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।

Advertisment

আইএসএল-এ এখনও পর্যন্ত চ্য়াম্পিয়ন হতে পারেনি কোহলির টিম। ২০১৫-র পর গত মরসুমের তাদের রানার্স ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Virat Kohli ISL 2018