/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Viruska.jpg)
বিশেষ মানুষের সঙ্গে সিডনির পথে বিরাট (ছবি বিরাট কোহলির ইনস্টাগ্রাম)
জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-১ এগিয়ে গিয়ে তাঁর টিম ইন্ডিয়া। আপাতত ছোট্ট একটা ব্রেক। তারপর আগামী বছরের ৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট। এই টেস্টে ভারত ড্র করতে পারলেও সিরিজ চলে আসবে কোহলিদের দখলে।
View this post on InstagramOff to sydney. Looking forward to the new years eve with my one and only ❤️❤️✈️????. @anushkasharma
A post shared by Virat Kohli (@virat.kohli) on
কোহলি আপাতত বর্ষবরণ নিয়ে ভাবছেন। নতুন বছরে তাঁর বিশেষ মানুষের সঙ্গেই কাটানোর পরিকল্পনা তাঁর। সিডনির উদ্দেশে বিমান ধরে অনুষ্কা শর্মার সঙ্গে ছবি টুইট করলেন তিনি। লিখলেন, “নিউ ইয়ার ইভটা আমার ওয়ান অ্যান্ড ওনলির সঙ্গে কাটানোর অপেক্ষায়।” বিরুষ্কার এই ছবি ইতিমধ্যে সোশাল মিডিয়া গরম করতে শুরু করে দিয়েছে। অনুষ্কা এই মুহূর্তে অস্ট্রেলিয়াতেই রয়েছেন।
আরও পড়ুন: ‘জিরো’র রিভিউ দিলেন বিরাট, বললেন অনবদ্য অনুষ্কা
গত ১১ ডিসেম্বর ছিল বিরুষ্কার বিয়ের প্রথম জন্মদিন। বিরাটকে বিশেষ দিনে সঙ্গ দিতেই অনুষ্কা চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেছেন ‘পাওয়ারপ্যাকড’ কাপল। নতুন বছরটাও একই সঙ্গে কাটাতে চান তাঁরা। এরই ফাঁকে অনুষ্কার নতুন ছবি ‘জিরো’ ও দেখে ফেলেছেন বিরাট। স্ত্রী-র পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টুইটও করেছেন তিনি।
টেস্ট সিরিজ শেষ করেই ইন্ডিয়া-অস্ট্রেলিয়া চার ম্যাচের ওয়ান-ডে সিরিজে মুখোমুখি হবে। আগামী ১২ জানুয়ারি এই সিডনিতেই প্রথম ওয়ান-ডে খেলবেন বিরাটরা। দলে প্রত্যাবর্তন করেছেন মহেন্দ্র সিং ধোনি।