Rajkumar Sharma, Virat Kohli's Childhood Coach: অশ্বিনের অবসরে এমনিতেই ভারাক্রান্ত ভারতীয় ক্রিকেট সমর্থক কুল। শিখর ধাওয়ানের মত ফ্যান ফেবারিটরা আগেই বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। এবার সেই পথে পা রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। এর মধ্যেই কোহলিকে নিয়ে বড়সড় দুঃসংবাদ দিয়ে রাখলেন তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। বলে দিলেন, অবসরের পর পাকাপাকিভাবে ভারত ছাড়বেন কোহলি।
স্ত্রী অনুষ্কা এবং দুই পুত্রের সঙ্গে লন্ডনেই নিজের অবসরকালীন জীবন যাপন করবেন। ২০২৪-এর পুরোটাই কোহলি কাটিয়েছেন লন্ডনে। স্ত্রী অনুষ্কাও দ্বিতীয় সন্তান অকাইয়ের জন্ম দিয়েছেন ব্রিটিশ যুক্তরাজ্যে।
দৈনিক জাগরণ-কে বিরাটের কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, "হ্যাঁ, বিরাট স্ত্রী অনুষ্কা এবং সন্তানদের সঙ্গে লন্ডনে শিফট করার পরিকল্পনা করছে। খুব তাড়াতাড়ি ভারত ছাড়তে চলেছে ও। এখন ক্রিকেট ছাড়া কোহলি বেশিরভাগ সময়ই কাটাচ্ছে পরিবারের সঙ্গে।"
আরও পড়ুন: অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে ভয়ঙ্কর ঝামেলা! মেলবোর্ন বিমানবন্দরে কোহলির তাণ্ডব, বিতর্কে ছিন্নভিন্ন
এমন খবরের সঙ্গে সমর্থকদের সুসংবাদও দিয়েছেন রাজকুমার শর্মা। বলে দিয়েছেন, "বিরাট এখনও দারুণ ফিট। এখনই অবসরের পথে হাঁটবে না ও। আমার বিশ্বাস বিরাট এখনও পাঁচ বছর ক্রিকেট খেলবে। ২০২৭-এর বিশ্বকাপেও ওঁকে খেলতে দেখা যেতে পারে। বিরাটের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই ভালো। ওঁকে ১০ বছরের কম বয়স থেকে চিনি। ওঁর সঙ্গে আমার সম্পর্ক ২৬ বছরেরও বেশি। এই কারণেই বলতে পারি, ওঁর মধ্যে এখনও অনেক খেলা বাকি রয়ে গিয়েছে।"
বেশ কিছুদিন ধরেই বিরাটের দেশ ছাড়ার জল্পনা চলছে। সেই খবরেই এবার সিলমোহর দিলেন স্বয়ং কোচ রাজকুমার শর্মা। অনুষ্কা শর্মা এমনিতে নতুন কোনও ছবিতে সই করছেন না। দুই সন্তানের সঙ্গেই চুটিয়ে সংসারের কাজকর্ম করছেন। আর বিরাটও সময় দিচ্ছেন পরিবারে। লন্ডনে আগে থেকেই সম্পত্তি রয়েছে কিং কোহলির। আনুষ্ঠানিকভাবে কবে বসত করেন, সেটাই আপাতত দেখার।