Advertisment

ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে চারে ঋষভ পন্থ না কেএল রাহুল?

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হেরেই দেশে ফিরেছিল বিরাট কোহলি অ্যান্ড কোং। বিশ্বকাপের পর ফের একবার ওয়ান-ডে খেলবেন বিরাট রোহিতরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli-led India look to sort out middle order woes

ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে চার নম্বরে খেলবেন কে?

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে ক্য়রিবিয়ানদের হোয়াইটওয়াশ করেই ভারতের শুভারম্ভ হয়েছে। টোয়েন্টি-টোয়েন্টির পালা সাঙ্গ হয়েছে। এবার পঞ্চাশ ওভারের সংস্করণে বিশ্বের দু'নম্বর টিম নামছে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হেরেই দেশে ফিরেছিল বিরাট কোহলি অ্যান্ড কোং। বিশ্বকাপের পর ফের একবার ওয়ান-ডে খেলবেন বিরাট রোহিতরা।

Advertisment


আগামিকাল গায়ানাতে প্রথম ওয়ান-ডে ম্য়াচে মুখোমুখি দুই দল। কোহলির মুখোমুখি জেসন হোল্ডাররা। প্রায় শেষ একবছরেও বেশি সময় ধরে ভারতকে ভোগাচ্ছে একটাই ইস্যু। টপ অর্ডার ফিরে যাওযার পর চারে কে ব্য়াট করবে? বিশ্বকাপেও এর কোনও উত্তর পায়নি টিম ইন্ডিয়া। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ডুবতে হয়েছে সঞ্জয় বাঙ্গারের মেন্টরশিপে থাকা ভারতের ব্য়াটিং ইউনিট। বিশ্বকাপে শিখর ধাওয়ান চোটের জন্য় ছিটকে যাওয়ায় লোকেশ রাহুল ওপেন করেছিলেন রোহিত শর্মার সঙ্গে। ধাওয়ান চোট সারিয়ে ফিরে এসেছেন দলে। স্বাভাবিক ভাবেই হিটম্য়ান-গব্বরের ওপেনিং জুটিকেই খেলাবেন রবি শাস্ত্রী। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে চারে চলে আসবেন রাহুল। টি-২০ সিরিজের প্রথম দু'টো ম্য়াচে চূড়ান্ত ফ্লপ করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু সিরিজের শেষ ম্য়াচে দুরন্ত ইনিংস খেলেন এমএস ধোনির উত্তরসূরী? সেক্ষেত্রে পন্থকে চারে নামিয়ে রাহুলকে পাঁচে খেলাতে পারে ভারত।

আরও পড়ুন: কাল শুরু একদিনের সিরিজ, জেনে নিন কবে কবে খেলা

সদ্য়সমাপ্ত টি-২০ সিরিজে মণীশ পাণ্ডে ও শ্রেয়স আয়ারকে দলে রেখেছিলেন নির্বাচকরা। মণীশ তিন ম্য়াচেই সুযোগ পেয়েছেন। কিন্তু ছাপ রাখতে পারেননি। করেছেন মাত্র ২৭ রান। অন্য়দিকে ব্রাত্য়ই থেকে গিয়েছেন শ্রেয়াস। মনে করা হচ্ছে আগামিকাল শ্রেয়স একটা সুযোগ পেতে পারেন। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই গত মাসে ভারতের এ টিমের হয়ে ফুল ফুটিয়েছেন তিনি। অলরাউন্ডারের জায়গা নিয়ে লড়াই চলবে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার। যদিও জাড্ডুর পাল্লাই ভারি। দেশের স্পিনিং জুটি যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের প্রত্য়াবর্তন নিশ্চিত। ফাস্টবোলিং বিভাগে ভাবা হতে পারে নবদীপ সাইনির কথা। গত সপ্তাহে টি-২০ অভিষেকের পর তিনি ওয়ান-ডে অভিষেকও করতে পারেন।

তিনটে ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি

Virat Kohli West Indies India
Advertisment