Advertisment

বড় পরিবর্তন ঘটিয়ে পুণেতে সিরিজ জিততে নামছে টিম ইন্ডিয়া

ঋষভ পন্থও প্রথম একাদশে থাকছেন। ইন্দোরে খুব বিরল সময় কাটিয়েছেন তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়ে ট্রোলিং কিংবা প্রশংসা কিছুই হয়নি। তবে পরিবর্তন হতে পারে সম্ভবত একটা জায়গায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

টিম ইন্ডিয়া (বিসিসিআই)

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত রাখতে চায় ভারত। গুয়াহাটিতে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি২০ ম্যাচ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে দিয়েছে ভারত। ব্যাটে দারুণ ছন্দ ধরে রেখেছেন কোহলি। পাশাপাশি টপ অর্ডারে রান পেয়েছেন লোকেশ রাহুল, ধাওয়ান, শ্রেয়স আইয়াররাও।

Advertisment

এমন অবস্থায় পুণেতে সিরিজ দখলের লড়াইয়ে নামছে বিরাট কোহলি বাহিনী। শুক্রবার। অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজে সমতা ফিরিয়ে আনতে মরিয়া। ইতিহাস স্বস্তিতে রাখছে শ্রীলঙ্কাকেই। শেষ ১০বারের সাক্ষাৎ-এ একবারই ভারত হেরেছে লঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে। এই পুণেতেই ২০১৭ সালে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন স্পিনার নিষিদ্ধ, বদলি হিসেবে তিন তারকায় নজর কেকেআরের

ভারত প্রথম দুই ম্যাচে একই একাদশ খেলিয়েছে। তবে সিরিজ নির্ণায়ক ম্যাচে কোহলি পরিবর্তন করতে পারেন প্রথম একাদশে। ওপেনার হিসেবে ধাওয়ান ও রাহুল থাকছেন। এমনিতেই সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন ধাওয়ান। শেষ চার টি২০ ইনিংসে রাহুলের রানসংখ্যা- ৬২, ১১, ৯১ এবং ৪৫। ইন্দোরে শুরু থেকেই আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়েছিলেন। জয়ের দলের অনুঘটক হয়েছিলেন। অন্যদিকে, চোট সারিয়ে ফিরে নিজের সেরা ছন্দে না থাকলেও গব্বর ক্রিজে সময় নিয়ে খেলছিলেন।

কোহলি ও শ্রেয়স আইয়ার থাকছেন যথাক্রমে মিডল অর্ডারে। তিন নম্বরে কোহলির পরে চার নম্বরে শ্রেয়স আইয়ার নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ইন্দোরে তিন নম্বরে খেলতে নেমে ঝোড়ো ৩৪ করেছিলেন শ্রেয়স।

আরও পড়ুন বিশ্বকাপের দল থেকে বাদ ধোনি-ধাওয়ান, প্রশ্ন উঠল স্কোয়াড নিয়ে

ঋষভ পন্থও প্রথম একাদশে থাকছেন। ইন্দোরে খুব বিরল সময় কাটিয়েছেন তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়ে ট্রোলিং কিংবা প্রশংসা কিছুই হয়নি। তবে পরিবর্তন হতে পারে সম্ভবত একটা জায়গায়। লোয়ার মিডল অর্ডারে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা। ইন্দোরে জাদেজাকে বাইরে রেখে প্রথম একাদশ সাজানো হয়েছিল। শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখে ছয় বোলারে খেললে কোহলি ফেরাতে পারেন জাদেজাকে, শিবম দুবের জায়গায়। যিনি শেষ ম্য়াচে আবার এক ওভারও বোলিং করেননি।

বাকি বোলিং ডিপার্টমেন্টে অপরিবর্তিত থাকার সম্ভবনা।

সম্ভাব্য় প্রথম একাদশঃ কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা

cricket Sri Lanka
Advertisment