Advertisment

পন্টিংয়ের রেকর্ডে থাবা বসাতে পারেন কোহলি

ফের একবার রেকর্ডের গন্ধ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছেন বিরাট কোহলি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটের এক নম্বর ব্য়াটসম্য়ানের সামনে পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
at Kohli may snatch Ricky Ponting's Test record

পন্টিংয়ের রেকর্ডে থাবা বসাতে পারেন কোহলি

ফের একবার রেকর্ডের গন্ধ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছেন বিরাট কোহলি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটের এক নম্বর ব্য়াটসম্য়ানের সামনে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে।

Advertisment

 

পন্টিং অধিনায়ক হিসাবে ১৯টি টেস্ট সেঞ্চুরি করেছেন। বিরাট করেছেন ১৮টি টেস্ট শতরান। অ্যান্টিগার স্য়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কোহলি আর একটি সেঞ্চুরি করলেই পন্টিংয়ের সঙ্গে এক আসনে বসবেন। আর একাধিক সেঞ্চুরিতে ছাপিয়ে যাবেন পন্টিংকে।

আরও পড়ুন: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: দুয়ে উঠে এলেন স্মিথ, একেই কোহলি ও ভারত

প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ টেস্ট অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করার নজির গড়েছেন। ১০৯টি টেস্টে ২৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এর মধ্য়ে ১৭টি সেঞ্চুরি তিনি বিদেশের মাটিতে করেছেন ৫৬টি টেস্ট খেলে। অন্য়দিকে কোহলির মোট ২৫টি টেস্ট শতরান রয়েছে। এর মধ্য়ে ছ'টি ডাবল সেঞ্চুরি রয়েছে বাইশ গজের রাজার।

কোহলি শেষবার সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। অজিদের দেশে গিয়ে তাদের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে ইতিহাস লিখেছিল টিম ইন্ডিয়া। ফের একবার টেস্ট খেলবেন তিনি।

আরও পড়ুন: বাইশ গজের ১১ বছর ফিরে দেখলেন কোহলি, কোটলায় তাঁর নামে হচ্ছে স্ট্য়ান্ড

টি টোয়েন্টি এবং ওয়ান-ডে সিরিজে উইন্ডিজকে পর্যুদস্ত করার পর এবার ভারতের চোখ টেস্টে। আগামিকাল থেকে অ্যান্টিগায় প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ অগাস্ট থেকে জামাইকার সাবিনা পার্কে।

Virat Kohli West Indies India
Advertisment