Kohli's sandpaper gesture: পকেট খুলে চরম অঙ্গভঙ্গি কোহলির! মাঠে বিরাট কীর্তিতে ক্ষেপে গেল অজি জনতা

Border Gavaskar Trophy: ম্যাচের তৃতীয় দিনে ভারত ১৫৭ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৬ উইকেট নেন। তিনিই হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার সেরা বোলার।

Border Gavaskar Trophy: ম্যাচের তৃতীয় দিনে ভারত ১৫৭ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৬ উইকেট নেন। তিনিই হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার সেরা বোলার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli sandpaper gestures

Virat Kohli sandpaper gestures: কোহলির এই অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক

Virat Kohli's sandpaper gesture: স্যান্ডপেপার ইস্যুতে নেটিজেনদের একাংশকে উপহাস করলেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। তিনি সিডনি টেস্টের তৃতীয় দিন মাঠেই স্যান্ডপেপার ব্যবহারের মত অঙ্গভঙ্গি করেন। যা ছিল, আসলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের সমালোচনার জবাব।

Advertisment

এই ম্যাচে চোট পাওয়া জসপ্রীত বুমরা ও নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে বিরাট ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। বুমরা এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু, তাঁর চোট থাকায় রবিবার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল কোহলির ওপর।

কিংবদন্তি ক্রিকেটার বরাবরই তৃণমূল স্তরের ভক্তদের হৃদয় জিতে নিয়েছেন। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। সিডনিতেও তার ব্যতিক্রম হল না। তাঁর স্যান্ডপেপার কেলেঙ্কারির মত অঙ্গভঙ্গি সেটাই প্রমাণ করে দিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে ২০১৮ সালে 'স্যান্ডপেপার কেলেঙ্কারি'তে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষিদ্ধ করেছিল।

Advertisment

সিডনি টেস্টের ২য় দিনের খেলা শেষের পর, কয়েকজন ভক্ত ভারতীয় দলকে দোষারোপ করেন। একজন খেলোয়াড়ের জুতা থেকে কাগজ/কাপড়ের টুকরো বের হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। তারপরই ভারতীয় দলের দিকে ধেয়ে যায় সমালোচনার ঢেউ।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় মুখরোচক চর্চার বিষয় হয়ে ওঠে। কিছু নেটিজেন তো খেলোয়াড়দের জুতোর মধ্যে স্যান্ডপেপার লুকিয়ে রাখার পরামর্শ পর্যন্ত দেন। কোহলি ম্যাচের তৃতীয় দিন, রবিবার সিডনিতে ভক্তদের সেই সমালোচনারই জবাব দিয়েছেন অঙ্গভঙ্গির মাধ্যমে।

একইভাবে এই অঙ্গভঙ্গি করে বিরাট বোঝানোর চেষ্টা করেছেন যে এইসব কেলেঙ্কারির ব্যাপারে অজিদের সঙ্গে ভারতীয়দের বিস্তর ফারাক। অজিরা এইসব কেলেঙ্কারি করে থাকতে পারে। কিন্তু, ভারতীয়রা করে না বলেই বোঝানোর চেষ্টা করেন বিরাট। এই ম্যাচের তৃতীয় দিনে ভারত ১৫৭ রানে অলআউট হয়ে যায়।

অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৬ উইকেট নেন। তিনিই হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার সেরা বোলার। এরপর ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে মাঠে নামে অস্ট্রেলিয়া। বুমরা ফিল্ডিং করতে নামেননি। কিন্তু, তারপরও ৫৮ রানে ভারত ৩টি উইকেট নিয়েছে। আর, তিনটি উইকেটই তুলে নেন প্রসিধ কৃষ্ণা

Virat Kohli Cricket Australia Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy