বরাবরই বিরাট কোহলিকে পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এবার সৌরভ-বিরাটের সম্পর্কের সমীকরণটা অন্য দিকে মোড় নিয়েছে। সৌরভ এখন ভারতীয় ক্রিকেট দলের সুপ্রিমো। অন্যদিকে কোহলি সেই দলের ক্য়াপ্টেন।
বুধবারই সৌরভ বোর্ডের মসনদে এসেছেন। ৩৯ তম বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। বৃহস্পতিবার অর্থাৎ আজ কোহলির সঙ্গে বৈঠক করবেন সৌরভ। অবধারিত ভাবে উঠে আসবে টেস্ট ভেন্যুর কথা।
আরও পড়ুন: দেখুন ভিডিও: চ্যাম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না, ধোনি প্রসঙ্গে বললেন সৌরভ
বোর্ড সভাপতি হওয়ার পরেই সৌরভ সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন যে, টিম ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্য়ক্তি স্বয়ং কোহলি, আর কেউ নন। ফলে সৌরভের বিসিসিআই সবরকম ভাবে কোহলিকে সাহায্য় করবে। সদ্য়সমাপ্ত ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলির দিল ৩-০ জিতেছে ঠিকই। কিন্তু কোহলি আক্ষেপ করেছেন ফাঁকা গ্য়ালারি নিয়ে। কোহলি প্রস্তাব দিয়েছিলেন যে, ভারতে পাঁচটার বেশি টেস্ট ভেন্যু থাকা উচিত নয়। টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার স্বার্থেই একথা বলেছিলেন কিং কোহলি।
আরও পড়ুন: দর্শক নেই স্টেডিয়ামে, বিরাটের গলায় পাঁচ টেস্ট ভেন্যুর প্রস্তাব
একথা মাথায় রয়েছে সৌরভের। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "কোহলি ভারত অধিনায়ক। ও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্য়ক্তি। আমি আগামিকাল ওর সঙ্গে কথা বলব। আমাদের প্রচুর টেস্ট ভেন্যু রয়েছে। ওর সঙ্গে বসে কথা বলব। দেখতে হবে ও কী চায়। ক্রিকেটারদের জীবনটা সহজ করার জন্য়ই আমরা এখানে আছি। তাঁদের পারফরম্য়ান্সের নিরীখেই সবের বিচার হবে। একটা পারস্পরিক সম্পর্ক থাকবে। মতামত এবং সিদ্ধান্তের জায়গা রয়েছে। আমরা কোহলিকে সবদিক থেকে যথা সাধ্য় সাহায্য়ের চেষ্টা করব। কারণ আমি নিজে ক্য়াপ্টেন ছিলাম। ওর জায়গা থেকে বিষয়টা বুঝি।"