New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/MS-Dhoni-Virat-Kohli.jpg)
MS Dhoni-Virat Kohli-India Team: ধোনি এবং কোহলি, দু'জনেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। (ছবি- টুইটার)
MS Dhoni-Virat Kohli-India Team: ধোনি এবং কোহলি, দু'জনেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। (ছবি- টুইটার)
Amit Mishra interview on Virat Kohli and MS Dhoni: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলির বিরুদ্ধে উঠল এক বিরাট অভিযোগ। এই দুই প্রাক্তন টিমমেটের বিরুদ্ধে তাঁর কেরিয়ার ধ্বংসের অভিযোগ আনলেন ভারতীয় দলের এক প্রাক্তন লেগস্পিনার।
আর, সেই প্রবীণ ভারতীয় ক্রিকেটার হলেন অমিত মিশ্র। তিনি অকপটে স্বীকার করেছেন, জাতীয় দল থেকে তাঁর বাদ পড়ার পিছনে কলকাঠি নেড়েছিলেন তাঁরই দুই সতীর্থ। তাঁরা হলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। অমিত মিশ্র আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেননি। তবে অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন, চোট-আঘাত আঘাত এবং দল নির্বাচনের সিদ্ধান্ত তাঁকে জাতীয় দলে স্থায়ী জায়গা পেতে দেয়নি।
অনিল কুম্বলে জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন মিশ্রের আত্মপ্রকাশ ঘটেছিল। তিনি এমএস ধোনি ও বিরাট কোহলির সঙ্গে খেলেছেন। ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মিশ্র। নিয়েছে ১৫৬ উইকেট। কিন্তু, যেন আচমকাই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি ঘটে যায়। একটি খোলামেলা সাক্ষাত্কারে, মিশ্র সেই কারণ জানিয়েছেন। বলেছেন যে, কেন তিনি জাতীয় দলে স্থায়ী হতে পারেননি।
শুভঙ্কর মিশ্রের ইউটিউব শো 'আনপ্লাগড'-এ অমিত মিশ্র বলেছেন, 'টিম সিলেকশনে শুধুমাত্র খেলার ক্ষমতা নয়, পছন্দকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ক্রিকেট পিচে শুধু পারদর্শিতা থাকলেই চলে না। অধিনায়ক চূড়ান্তভাবে একাদশ ঠিক করার বড় দায়িত্বে থাকেন। এমএস ধোনির সঙ্গে আমার বিরাট সুসম্পর্ক ছিল না। আমি ওঁকে দু'বার জিজ্ঞাসা করেছিলাম, কেন আমাকে জাতীয় দলে নির্বাচিত করা হচ্ছে না? তখন ও বলেছিল যে আমি ওঁর পছন্দসই দলের সঙ্গে খাপ খাই না।'
আরও পড়ুন- স্ত্রী সন্তানের সামনেই বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে হত্যা! ক্রিকেটবিশ্বে ঝড় তুলে দিল নৃশংস ঘটনা
অমিত মিশ্র অভিযোগের সুরে বলেছেন, 'আমাকে জানানো হয়েছিল যে বিশ্রাম দেওয়া হবে। কিন্তু, আমি বিশ্রামের জন্য কোনও অনুরোধই করিনি। সেই সময়ে, আমি ১০টি টেস্ট ম্যাচও খেলিনি। তাই আমার বিরতি চাওয়ার কোনও কারণও দেখিনি। সত্যি বলতে কী, আমি ধোনির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার মত অবস্থায় ছিলাম না। আমি কোচকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে সরাসরি ধোনির সঙ্গে কথা বলতে বলেছিলেন। কিন্তু, আমার মনে হয়েছিল আমি তা করতে পারব না। আমি যখন কোচকে আবার জিজ্ঞাসা করি, তিনি কেবল বলেছিলেন যে ওঁরা আমাকে বিশ্রাম দিচ্ছে। এরপরই আমি ধোনিকে ব্যাপারটা জিজ্ঞাসা করি। আর, ও আমাকে আসল কথাটা জানায়।'
অমিত মিশ্রের আরও সংযোজন, "আমাকে হঠাৎ বলা হয় আমাকে রেস্ট দেওয়া হবে। যদিও আমি বিশ্রাম চাইনি। জাতীয় দলের হয়ে ১০ টেস্টও তখন খেলা হয়নি। তাই ব্রেক নেওয়ার অর্থই ছিল না আমার কাছে। সত্যি কথা বলতে ধোনির সিদ্ধান্ত অসম্মত হওয়ার মত জায়গায় ছিলাম না। আমি কোচকে জিজ্ঞাসা করি, উনি আমাকে সরাসরি ধোনির সঙ্গে কথা বলতে বলেন। তবে আমার মনে হয়েছিল, আমার পক্ষে সেটা করা সম্ভব নয়। যখন পুনরায় কোচকে জিজ্ঞাসা করি, উনি বলেন আমাকে রেস্ট দেওয়া হচ্ছে।"
"আইপিএলের সময় আরসিবির বিপক্ষে মুখোমুখি হওয়ার সময় নিজের কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে টিম ম্যানেজমেন্ট-এর কাছে জিজ্ঞাসা করি। ওঁরা আমাকে দ্রুত জবাব দেওয়ার আশ্বাস দিয়েছিল।"
"২০১৬-য় শ্রীলঙ্কা সিরিজে কোহলি আমার আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। আমি ভালো ফর্মে ছিলাম। শ্রীলঙ্কান কন্ডিশনে ফায়দা তোলার জন্য টিম ম্যানেজমেন্ট একজন লেগস্পিনার খুঁজছিল। যখন দলে কামব্যাক করি, কোহলি আমাকে ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে অনুশীলন করার কথা জানায়। আমি বলি, ওঁর মত ওয়েট ট্রেনিং করতে পারব না। বাকি ওঁর পরামর্শমত সমস্ত ট্রেনিং করতে রাজি।"
"পরবর্তীতে যখন কোহলিকে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করি, সরাসরি জবাব মেলেনি। ওঁকে পরে মেসেজ করি। ও মেসেজ দেখে, জানায়, আমাকে বুঝিয়ে বলবে। যেটা সে কখনও করেনি।"