scorecardresearch

ধোনিকেই নিয়েই কাবাডির টিম বানাতে চান কোহলি

বাইশ গজের কিংকে পাওয়া গেল কাবাডির ম্য়াটে। শনিবার বিরাট কোহলি হাজির ছিলেন ওয়ারলির এনএসসিআই ডোমে। প্রো কাবাডি লিগের সপ্তম মরসুমের মুম্বই সংস্করণের অভিষেক ম্য়াচে ছিলেন টিম ইন্ডিয়া

Virat Kohli names MS Dhoni and six Indian cricketers for his Kabaddi team
ধোনিকেই নিয়েই কাবাডির টিম বানাতে চান কোহলি

বাইশ গজের কিংকে পাওয়া গেল কাবাডির ম্য়াটে। শনিবার বিরাট কোহলি হাজির ছিলেন ওয়ারলির এনএসসিআই ডোমে। প্রো কাবাডি লিগের সপ্তম মরসুমের মুম্বই সংস্করণের অভিষেক ম্য়াচে ছিলেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন।


‘মহারাষ্ট্র ডার্বি’ (ইউ মুম্বা বনাম পুনেরি পল্টন) দিয়েই আরব সাগরের তীরে কাবাডির কর্পোরেট লিগ শুরু হল। কোহলি এদিন দুই দলের খেলোয়াড়ের সঙ্গে জাতীয় সঙ্গীতও গাইলেন। কবাডির অনুষ্ঠানে এসেই কোহলি বেছে নিলেন তাঁর কাবাডি দল।

আরও পড়ুন: ধোনির সেনায় যোগদানকে কী চোখে দেখছেন কপিল-গম্ভীর?

 

কোহলির কাছে প্রশ্ন করা হয়েছিল যে, ভারতীয় দলের কোন সাতজন ক্রিকেটারকে নিয়ে কাবাডি দল তৈরি করতে চাইবেন তিনি? কোহলি বললেন,”এই খেলাটায় প্রচণ্ড শক্তি অ্যাথলেটিসিজম লাগে। আমি প্রথমেই বলব এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদবের নাম। উমেশ ভীষণ শক্তিশালী। টো-টাচের জন্য় বুমরার (জসপ্রীত বুমরার) কথাও বলব। ঋষভ পন্থ থাকবে। আমি কিন্তু এই দলে আমার নাম রাখব না। আমি ওদের মতো শক্তিশালী আর অ্যাথলেটিক নই। শেষ নামটা কেএল রাহুল।”প্রো কাবাডির বিজ্ঞাপনে এমনকী টুর্নামেন্টেও একাধিকবার ধোনিকে পাওয়া গিয়েছে। প্রো কাবাডির সঙ্গে কোহলির সতীর্থও ভালভাবেই যুক্ত।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli names ms dhoni and six indian cricketers for his kabaddi team125129