Advertisment

চূর্ণ কোহলির বিশ্বকাপ খেলার স্বপ্ন! বাতিল করতেই দ্রুত বিরাট বৈঠকে জয় শাহের বোর্ড

কোহলিকে বাদ দেওয়ার সমস্ত প্ল্যান কষে ফেলল বিসিসিআই, এবার বসা হবে বৈঠকে

author-image
IE Bangla Sports Desk
New Update
virat-kohli

টি২০-তে আর অটো চয়েস নন কোহলি (টুইটার)

বিরাট কোহলির টি২০ কেরিয়ার হয়ত খতম হওয়ার মুখে। অন্তত বোর্ডের তরফে সাম্প্রতিক যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে কোহলি আপাতত বোর্ডের ভাবনায় কোনওভাবেই নেই। ওয়ানডে বিশ্বকাপ মাতিয়ে দিয়েছেন কোহলি। শচীনের ওয়ানডে শতরান পেরিয়ে গিয়ে প্ৰথম ব্যাটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি শতরানের মালিক হয়েছেন তিনি। এমনকি বিশ্বকাপের একটি সংস্করণে ৭০০-র অধিক রান করার কীর্তি গড়েছেন তিনি। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রানের মালিক-ও তিনি।

Advertisment

তবে ওয়ানডে বিশ্বকাপ আপাতত অতীত। আলোচনা ঘুরে গিয়েছে টি২০ ওয়ার্ল্ড কাপে। আগামী জুনেই টি২০ ওয়ার্ল্ড কাপের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। সেই বিশ্বকাপে নামার আগে ভারতের হাতে পর্যাপ্ত ম্যাচ-ও নেই। ঘরের মাঠে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলে ওঠার পর ভারত বিশ্বকাপে নামার আগে খেলবে মাত্র ছয়টি ম্যাচ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি২০ সিরিজ রয়েছে। এরপরে জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি সিরিজ খেলতে হবে ভারতকে। আর এই আসন্ন ছয় ম্যাচের ফলাফল বিবেচনা করেই নির্বাচকদের বাছতে হবে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড।

জানা যাচ্ছে, আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের স্কোয়াড কেমন হবে, তা ঠিক করার জন্য বোর্ডের শীর্ষকর্তা সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস সেলার এবং সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে আলোচনায় বসেন ক্যাপ্টেন রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগারকার।

সেই আলোচনা থেকেই যা জানা যাচ্ছে, কোহলিকে আপাতত টিম ম্যানেজমেন্ট আসন্ন ওয়ার্ল্ড কাপে কোনওভাবেই চাইছে না। দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা টি২০ ওয়ার্ল্ড কাপের একাদশে অটোমেটিক চয়েস। তবে কোহলি সম্ভবত জায়গা পাবেন না। এর মূল কারণ কোহলির স্ট্রাইক রেট।

তিন নম্বরে টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছেন যিনি রান তোলার গতি কোনওভাবেই কমাতে দেবেন না। এই ক্ষেত্রেই ঈশান কিষান কোহলির থেকে এগিয়ে। এমনটা ভাবা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ঈশান তিন নম্বরে নেমে একাধিকবার দলকে বড় জায়গায় টেনে তুলতে সাহায্য করেছেন। স্ট্রাইক রেট না কমিয়েই।

রোহিত শর্মা বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই নিয়ম করে ঝড় তুলেছেন। পাওয়ার প্লে-তে বিপক্ষ বোলারদের কাছে ভয় সঞ্চার করেছেন। ঝড় তোলা স্ট্রাইক রেটে রোহিত ৫৯৭ রান করেছেন। আর এই কারণেই বোর্ডের তরফে রোহিতকে চাওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপের অধিনায়ক হিসেবে।

বিশ্বকাপের পরেই রোহিত বোর্ডের কাছে জানতে চান, তাঁকে টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য ভাবা হচ্ছে কিনা। বোর্ডের তরফে তাঁকে সাফ জানানো হয়, তাঁকে ধরেই ওয়ার্ল্ড কাপের প্ল্যান করা হচ্ছে। রোহিত দীর্ঘদিন আন্তর্জাতিক টি২০'তে খেলেননি। তিনি তিন ফরম্যাটের সরকারিভাবে অধিনায়ক হলেও তাঁর অনুপস্থিতিতে টি২০ দলের নেতৃত্ব-ভার সামলেছেন কখনও হার্দিক পান্ডিয়া, কখনও সূর্যকুমার যাদব।

এমনিতে রোহিত-কোহলি দুজনেই শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেছেন অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পর রোহিত-কোহলি দুই তারকাই আন্তর্জাতিক পর্যায়ে টি২০ খেলেননি। এমনকি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুই তারকাকে টি২০ স্কোয়াডে রাখা হয়নি।

তাছাড়া কোহলি আইপিএলে আরসিবির হয়ে ওপেন করেন। এই মুহূর্তে ভারতের জাতীয় দলে ওপেনারদের আধিক্য রয়েছে। রোহিতের সঙ্গেই টি-২০ ওয়ার্ল্ড কাপে সম্ভবত পার্টনার হবেন শুভমান গিল অথবা যশস্বী জয়সোয়াল। এছাড়া রয়েছেন রুতুরাজ গায়কোয়াড-ও। যাঁকে ব্যাক আপ ওপেনার হিসাবে রাখা হবে টি২০ ওয়ার্ল্ড কাপে। যিনি কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০'তে প্ৰথম ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করার কীর্তি গড়েছেন।

তিনে ঈশান কিষানের পর সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং রবীন্দ্র জাদেজাদের ধরা হচ্ছে। কোনওভাবেই কোহলির জন্য স্থান সঙ্কুলান করা সম্ভব হবেনা।

জানা যাচ্ছে, কোহলির সঙ্গে বোর্ডের এবং টিম ম্যানেজমেন্টের তরফে শীঘ্রই বসা হবে। যেখানে কোহলির টি২০ ভবিষ্যৎ চূড়ান্ত করা হবে। কোহলিকে পুনরায় দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে খেলতে দেখা যাবে।

Virat Kohli BCCI ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment