Advertisment

রোহিত না কোহলি- ভাল বন্ধু কে, বিস্ফোরক জবাব শামির

মহম্মদ শামিও এবার যুজবেন্দ্র চাহালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়ে গেলেন। সেখানেই বহু বিষয় তুলে ধরলেন ফলোয়ারদের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোটা বিশ্ব করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে পড়েছে ক্রীড়াবিশ্ব। এমন অবস্থায় ক্রিকেটাররা ঘরে থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। সেখানেই নিজেদের অনেক অজানা তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

Advertisment

মহম্মদ শামিও এবার যুজবেন্দ্র চাহালের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়ে গেলেন। সেখানেই বহু বিষয় তুলে ধরলেন ফলোয়ারদের কাছে।

সেই লাইভ সেশনেই মহাম্মদ শামি বেশ চমকপ্রদ প্রশ্নের মুখোমুখি হলেন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হলো রোহিত শর্মা নাকি বিরাট কোহলি- তাঁর কাছের বন্ধু কোন জন। বিতর্কের গন্ধমাখা এমন প্রশ্নের বিচলিত হননি জাতীয় দলের তারকা পেসার। বলে দিলেন, রোহিত নন, কোহলিই তাঁর কাছের।

শামি বলছিলেন, "রোহিতের সঙ্গে ফোনে সেরকম কথা হয়না। রোহিতের সঙ্গে সেভাবে হাসি ঠাট্টাও করতে পারিনা। যদিও দুজনের টেস্ট অভিষেক একই সময়ে হয়।"

View this post on Instagram

7pm

A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11) on

এরপরে শামির আরও সংযোজন, "বিরাটের সঙ্গে আমার ফোনেও কথা হয়। মাঝে মাঝে একসঙ্গে মজাও করে থাকি। আমি তো সবসময় বিরাটের সঙ্গেই থাকবো। ও দলের ক্যাপ্টেন বলে নয়, ওর সঙ্গে আমার বন্ডিং বেশি ভালো।"

এমন জবাব শুনে চাহালও জানান, স্কোয়াডের বিভিন্ন ক্রিকেটার একে অন্যের সঙ্গে বন্ডিং আলাদা হতেই পারে। পাশাপাশি চাহাল জানান, রোহিত যেহেতু বাড়িতে থাকলে ফোনে কথা বলেন না, তাই সেক্ষেত্রে বিষয়টি আলাদা।

করোনা সংক্রমণে বিশ্ব আক্রান্ত না হলে রোহিত, কোহলি, চাহাল, শামিদের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের জার্সিতে আইপিএল খেলতে দেখা যেত। তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আইপিএল আয়োজন অথৈ জলে।

Virat Kohli Rohit Sharma
Advertisment