এই মরসুমে অত্যন্ত খারাপ সময়ের মধ্য়ে দিয়েই যাচ্ছে টুর্নামেন্টের অন্য়তম হেভিওয়েট দল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। বিরাট কোহলির দল শেষ পাঁচটি ম্য়াচের পাঁচটিতেই হেরেছে। কিন্তু শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একসঙ্গে জোড়া মাইলস্টোন স্পর্শ করলেন বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটসম্য়ান।
চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার বিরুদ্ধে ৪৯ বলের অসাধারণ ৮৪ রানের ইনিংস খেলেন বিরাট। আর এই রানের সৌজন্য়েই চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাকে ছাপিয়ে তিনি হয়ে গেলেন এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহককারী। ১৬০টি ইনিংসে ৩৮.২৪-এর গড়ে কোহলির ঝুলিতে এখন ৫১১০ রান।
আরও পড়ুন: IPL 2019: পরপর চার ম্যাচে শোচনীয় হার, কোহলিকে এবার সরিয়ে দেওয়ার দাবি
কোহলি রায়নার পর ভারতের দ্বিতীয় ব্য়াটসম্য়ান হিসেবে টি-২০ ক্রিকেটে ৮,০০০ রান পূর্ণ করলেন। সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। কলকাতার বিরুদ্ধে আইপিএলের ৩৫তম ও চলতি মরসুমের প্রথম হাফ-সেঞ্চুরি করেন তিনি। যদিও আইপিএলে রায়নার সামনে ফের সুযোগ থাকবে কোহলিকে ছাপিয়ে যাওয়ার। যেহেতু টুর্নামেন্ট চলছে ফলে কোহলি বনাম রায়নার লড়াই জারি থাকবে।
সেই ২০০৮ থেকে আরসিবি-র হয়ে খেলছেন বিরাট। ২০১৬ সালে তিনি ছিলেন আইপিএল কেরিয়ারের সেরা ফর্মে। ১৬টি ম্য়াচে ৯৭৩ রান করেছিলেন সেই মরসুমে। দেশের হয়ে অধিনায়কত্ব করে ভারতকে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্বাদ দিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত এই ট্রফি স্পর্শ করে দেখা হয়নি তাঁর। এবারও সেই আশা ক্ষীণ বলেই মনে হচ্ছে।