বিরাট কোহলি নিজের ব্যাটকে ভালবাসেন, এ আর নতুন কোনো খবর নয়। আইপিএলের আগে কোহলিকে ফের দেখা গেল ব্যাট-প্রেমে বুঁদ হয়ে থাকতে। আইপিএল এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই কোহলি ফিনিশিং টাচ দিলেন। সেই ভিডিও আবার শেয়ারও করলেন।
ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের ভিডিও শেয়ার করে কোহলি জানালেন, নিজের ব্যাটের কতটা যত্ন তিনি নেন। সেই ভিডিওয় কোহলিকে দেখা যাচ্ছে ব্যাটের হ্যান্ডলের অতিরিক্ত অংশ নিজেই কেটে বাদ দিয়ে দিচ্ছেন, যাতে গ্রিপ করার সময় কোনো অসুবিধা না হয়।
আরো পড়ুন: আইপিএল ছাড়ার পরেই সর্বনাশ! ৪ কোটি টাকার প্রতারণার শিকার হরভজন
সেই ভিডিওর সঙ্গে কোহলি আরো ক্যাপশনে লিখলেন, "ছোট ছোট জিনিসও গুরুত্বপূর্ণ। আমার কাছে কয়েক সেন্টিমিটারও ব্যাটের ব্যালেন্সের জন্য দরকারি। নিজের ব্যাটের যত্ন নিতে আমি ভালোবাসি।"
এমন পোস্ট দেখেই এবার কমেন্ট সেকশনে দেখা পাওয়া গেল হার্দিক পান্ডিয়াকে। তিনি আবার লিখলেন, "আমার কিছু ব্যাট তোমাকে পাঠাচ্ছি।"
হার্দিকের কমেন্ট
১৯ তারিখে আইপিএলের ঢাকে কাঠি পরে যাচ্ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে। গত বছর হতশ্রী পারফর্ম করেছিল কোহলির আরসিবি। তবে কোহলি এবার টুর্নামেন্টে নামার আগেই বলে দিয়েছেন। ২০১৬ সালের পর আবার এমন ব্যালান্সড স্কোয়াড তিনি পেয়েছেন। ২০১৬ সালে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরেছিল আরসিবি। সেবার ফাইনালে ওঠে তারা। তবে ফাইনালে সানরাইজার্স এর কাছে হারতে হয় তাঁকে। ঘটনাচক্রে এবার সানরাইজার্স এর বিরুদ্ধেই ২১ তারিখে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কোহলি এন্ড কোং।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন