/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/mix-6.jpg)
শার্দূল ঠাকুরের ভূয়সী প্রশংসায় কোহলির মারাঠি ভাষায় টুইট
কটকে ক্য়ামিও-র জন্য় শার্দূল ঠাকুরের ভূয়সী প্রশংসা করলেন বিরাট কোহলি। টুইটারে ভারত অধিনায়ক শার্দূলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।
কোহলি ছবিতে ক্য়াপশন দিয়েছেন, "Tula maanla re Thakur"। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, "ঠাকুর তোমাকে কুর্নিশ"। বছর আঠাশের শার্দূল যেহেতু মহারাষ্ট্রের ক্রিকেটার সেহেতু কোহলি মারাঠি ভাষায় লিখলেন বিরাট।
Tula maanla re Thakur ???????????? @imShardpic.twitter.com/fw9z3dZ8Zi
— Virat Kohli (@imVkohli) December 23, 2019
আরও পড়ুন-কোহলি আউট হওয়ার পর শার্দূল নেমেছিলেন, তাঁকে ঠিক কী বলেছিলেন জাদেজা?
কটকে তৃতীয় ও ফাইনাল ওয়ানডে ভারত আট বল হাতে রেখেই চার উইকেটে জিতে নিয়েছে ঠিকই, কিন্তু ম্য়াচের একটা সময় এমন এসেছিল যে, মনে হচ্ছিল বারাবটি স্টে়ডিয়ামে উইন্ডিজরাই না শেষ হাসি হাসে!
রবীন্দ্র জাদেজা ও কোহলি মিলে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন। কিন্তু কোহলি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। ৮১ বলে ৮৫ করে কেমো পলের বলে ক্লিন বোল্ড হয়ে যান। বিরাট যখন ফেরেন তখন ভারতের স্কোর ২৮৬। চলছিল ৪৭ ওভারের খেলা।
আরও পড়ুন-কালিসকে টপকে সাতে কোহলি, টানা চার বছর সবচেয়ে বেশি রান তাঁর ব্য়াটেই
জাদেজাকে ফিনিশিং লাইন পার করাতে দুরন্ত সঙ্গ দিলেন শার্দূল। ৬ বলে দুরন্ত ১৭ রানের ক্যামিও ইনিংস উপহার দেন তিনি। জাদেজা অপরাজিত থাকেন ৩১ বলে ৩৯ রানে। হাতে এক ওভার দু’বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় ভারত।