scorecardresearch

টেস্টেও নেতৃত্ব ছাড়লেন কোহলি! শনিবাসরীয় মেগা সিদ্ধান্তে ঝড় তুললেন সুপারস্টার

ওয়ানডে, টি২০-র পর এবার টেস্টেও নেতা হিসাবে অতীত হয়ে গেলেন বিরাট কোহলি। জানিয়ে দিলেন টেস্টে আর অধিনায়ক থাকবেন না।

টেস্টেও নেতৃত্ব ছাড়লেন কোহলি! শনিবাসরীয় মেগা সিদ্ধান্তে ঝড় তুললেন সুপারস্টার

সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন কোহলি আগেই অতীত হয়ে গিয়েছেন। এবার টেস্ট নেতৃত্বেও আর থাকছেন না তিনি।

আইপিএলের আগে স্বেচ্ছায় টি২০-র অধিনায়কত্ব ছেড়েছিলেন। তারপরে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডের নেতৃত্ব থেকে। এবার দক্ষিণ আফ্রিকায় শোচনীয় হারের রেশ কাটার আগেই বড়সড় ঘোষণায় কোহলি জানিয়ে দিলেন টেস্টের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বোর্ডের তরফে কোনও সরকারি ঘোষণা নয়। কোহলি শনিবাসরীয় মেগা সিদ্ধান্ত নিলেন টুইটারে। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে সাদা জার্সির ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন। সাত বছর পরে দায়িত্বে ছাড়ার সময় তিনি দেশের সফলতম টেস্ট ক্যাপ্টেনের মর্যাদা নিয়ে সরলেন। কেপ টাউনই হয়ে থাকল অধিনায়ক কোহলির শেষ টেস্ট।

আরও পড়ুন: ইতিহাস গড়া হল না ভারতের! ব্যাটিং ভরাডুবিতে সিরিজ হারের কলঙ্ক কোহলিদের

টুইটারে অবসর বার্তায় কোহলি লিখেছেন, “সাত বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অক্লান্ত প্রচেষ্টা- সমস্ত কিছুর কোনও না কোনও শেষ থাকে। টেস্ট অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ অংশ।”

“গোটা যাত্রাপথে অজস্র উত্থান-পতনের সাক্ষী থেকেছি। তবে কখনই প্রচেষ্টা অথবা বিশ্বাসের খামতি থাকেনি। যা কিছুই করেছি, সবসময় নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। এবং যখন সেটা উপলব্ধি করতে পারি, সেটা করা থেকে বিরত থেকেছি। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয়ের দিক থেকে পুরোপুরি পরিষ্কার আমি। দলের প্রতি কখনই অসৎ হতে পারব না।”

“দীর্ঘ এই সময় ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। দলের প্রতি আমার হার না মানা আমার মনোভাবে যে সতীর্থরা বিশ্বাস করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই। তোমরাই এই যাত্রাপথ এই সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ। রবি ভাই সহ সমস্ত সাপোর্ট স্টাফ যাঁরা এই গাড়ির আসল ইঞ্জিন ছিলেন তাঁরা জীবনের এই দৃষ্টিভঙ্গি দলে নিয়ে এসেছিলেন। মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ, যে আমার মধ্যে নেতৃত্বের সত্তা আবিষ্কার করেছিল এবং বিশ্বাস করেছিল যে আমি জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপযুক্ত।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli quits test captaincy after proteas series debacle