Virat Kohli news 2025: টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার পর প্রথম প্রকাশ্যে মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, মাত্র দু’দিন আগেই তিনি নিজের দাড়ি রং করেছেন। বিরাট কোহলি এই কথা বলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং আয়োজিত এক বিশেষ গালা ডিনারের মঞ্চে।
মঞ্চে বিরাট আর ‘দ্য বিয়ার্ড জোক’
অনুষ্ঠানের পরের অংশে গৌরব কাপুর একটি বিশেষ কথোপকথনের সেশন পরিচালনা করেন। প্রথমে বিরাট কোহলি মঞ্চে ছিলেন না, পরে তিনি অন্য কিংবদন্তিদের সঙ্গে মঞ্চে যোগ দেন। ‘মিট অ্যান্ড গ্রিট’ সেগমেন্টে যখন গৌরব কাপুর টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের প্রসঙ্গ তোলেন, তখন বিরাট হেসে বলেন, ‘দু’দিন আগেই দাড়ি রং করেছি… যখন চার দিনে একবার দাড়ি রং করতে হয়, তখন বুঝে যেতে হয়, সময় এসে গেছে!’
শাস্ত্রীকে মন খুলে প্রশংসা
মঞ্চে কোহলি প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, ‘খোলাখুলি বলি, যদি রবি ভাইয়ের সঙ্গে কাজ না করতাম… তাহলে টেস্ট ক্রিকেটে যা কিছু করেছি, তা সম্ভব হত না। তিনি যেভাবে আমাকে প্রেস কনফারেন্সে সামনে দাঁড়িয়ে সাপোর্ট করেছেন, সেটা বিরল। উনি আমার যাত্রার খুব গুরুত্বপূর্ণ অংশ।’
যুবরাজ সিং ফাউন্ডেশনের জন্য বিশেষ অনুষ্ঠান
লন্ডনে আয়োজিত এই ইভেন্ট যুবরাজ সিং-এর YouWeCan ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল। এই বিশেষ সন্ধ্যায় পুরো ভারতীয় ক্রিকেট দল ও গৌতম গম্ভীরের নেতৃত্বে সাপোর্ট স্টাফও উপস্থিত ছিলেন। ডিনারের ঠিক আগে পরিবেশ আরও জমে ওঠে, যখন স্ক্রিনে বিরাট কোহলিকে তাঁর পুরনো বন্ধু কেভিন পিটারসনের সঙ্গে গল্প করতে দেখা যায়। দু’জনকে হাসি-আড্ডা আর খাবার খেতে দেখা যায় ক্যামেরায়।
ক্রিকেট দুনিয়ার সব বড় তারকা হাজির
যুবরাজের এই অনুষ্ঠানে শচীন তেন্ডুলকর, ক্রিস গেইল, কেভিন পিটারসন, ব্রায়ান লারা, আশিস নেহরার মতো আন্তর্জাতিক তারকারা ছাড়াও ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে থাকা ভারতীয় ক্রিকেট দলও হাজির ছিল। প্রায় এক ঘণ্টা সেখানে থেকে টিম ইন্ডিয়া হোটেলের উদ্দেশে রওনা দেয়।