/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/KOHLI.jpg)
কেন অরেঞ্জ ক্যাপ পরতে অস্বীকার করলেন কোহলি!
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে আইপিএল-এর সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান বিরাট কোহলি। সুরেশ রায়নাকে (৪৫৫৮ রান) ছাপিয়ে কোহলিই হয়ে যান এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের (৪৬১৯) মালিক। একই সঙ্গে কোহলি এই মুহূর্তে আইপিএল ইলেভেনেও সবচেয়ে বেশি রান করে ফেলেন। চার ম্যাচে ২০১ রান করা হয়ে গেল তাঁর। স্বাভাবিক ভাবেই কোহলির মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ। কিন্তু ম্যাচের পর আরসিবি-র ক্যাপ্টেন শ্রেষ্ঠত্বের তাজ মাথায় নিতে অস্বীকার করেন।
আরও পড়ুন:আইপিএল ২০১৮: রায়নাকে ছাপিয়ে মগডালে কোহলি
????????
Congratulations to #TeamIndia and @RCBTweets Captain @imVkohli on becoming the highest run scorer in #VIVOIPL.
He scored 4619 runs and went past Suresh Raina’s tally of 4558 runs. pic.twitter.com/ecCyAFsZ0n
— IndianPremierLeague (@IPL) April 18, 2018
কোহলির বক্তব্যে স্পষ্ট বোঝা গেল যে, দলের পারফরম্যান্সে তিনি এতটাই বিরক্ত যে, নিজের পারফরম্যান্সের কথা মনে রাখতে চাইছেন না। মুম্বইয়ের ২১৩ রানের জবাবে বেঙ্গালুরু ১৬৭ রানে গুটিয়ে যায়। রান তাড়া করতে নেমে কোহলি ছাড়া কেউই ক্রিজে দাঁড়াতে পারেনি। ফলে স্বভাবতই ক্যাপ্টেন হতাশ হয়েছেন। মুম্বইয়ের কাছে হেরে আরসিবি এখন পয়েন্ট টেবিলে সাত নম্বরে চলে এসেছে।
201 runs in 4 VIVO IPL games and he's giving us reasons to cheer ????❤️@imVkohli, wear this cap proudly and let's inspire the boys!#PlayBold#MIvRCB#RCBpic.twitter.com/B5K76NT0mN
— Royal Challengers (@RCBTweets) April 17, 2018
ম্যাচের পর কোহলি বলছেন, “আমরা ম্যাচটা ছুড়ে দিয়ে এলাম। একটা বা দুটো ভাল পার্টনারশিপ হলেই ম্যাচটা বেরিয়ে যেত। ৪০-৪৫ রান নয়, ৮০-৮৫ রানের কথা বলছি। কিন্তু মুম্বইয়ের বোলারদের কৃতিত্ব দেব। ওরা দারুণ বল করেছে। কিন্তু এই মুহূর্তে আমি অরেঞ্জ ক্যাপ পরতে চাই না। মুম্বই ভাল খেলেছে। আমরা কোনও সুযোগই পাইনি। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মুম্বইয়ের মতোই ভয়ডরহীন ক্রিকেট খেলতে হয়। আমরা দ্রুত দুটো উইকেট হারানোর পরেও যথাসাধ্য চেষ্টা করলাম। কিন্তু পারিনি।’’
আরও পড়ুন: আইপিএল ২০১৮: ডিজে ব্র্যাভোর নতুন গান, পা মেলালেন কোহলি-ভাজ্জি-রাহুল