Advertisment

ভিডিও দেখুন: বুমরাকে অবিকল নকল করলেন বিরাট, চমকে গেলেন নেটিজেনরা

India vs New Zealand Semi Final Live Score Updates: কোহলি সতীর্থদের গলা নকল করতে পারেন অবলীলায়, আবার কোহলি পারেন তাঁর টিমের এক নম্বর বোলারের অ্যাকশনও নকল করতে। সম্প্রতি নেট প্র্যাকটিসে এমনই দৃশ্য দেখা গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli replicating Jasprit Bumrah's action

ভিডিও দেখুন: বুমরাকে অবিকল নকল করলেন বিরাট, চমকে গেলেন নেটিজেনরা

India vs New Zealand Semi Final Live Score Updates: বিরাট কোহলি ঠিক যতটা সিরিয়াস ক্রিকেটার ঠিক ততটাই হাসি-ঠাট্টাও করেন। অন-ফিল্ড হোক বা অফ-ফিল্ড। কোহলিকে পাওয়া যায় নানা অবতারে। কখনও খেলার মাঝেই একটু আধটু নাচানাচি করেও নিজেকে চাঙ্গা করে নেন তিনি, আবার কখনও সতীর্থ ভুল করলে তাঁকে ধমক দিতেও দু'বার ভাবেন না। বিরাটকে ঠান্ডা-গরম মেজাজেই পাওয়া যায় সবসময়।

Advertisment

কোহলি সতীর্থদের গলা নকল করতে পারেন অবলীলায়, আবার কোহলি পারেন তাঁর টিমের এক নম্বর বোলারের অ্যাকশনও নকল করতে। সম্প্রতি নেট প্র্যাকটিসে এমনই দৃশ্য দেখা গেল। জসপ্রীত বুমরার সামনেই তাঁর বোলিং অ্যাকশন এবং উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করার স্টাইল অনুকরণ করলেন ভারতীয় দলের অধিনায়ক। যা রীতিমতাে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দাপট দেখিয়েছিল বৃষ্টি। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্য়াচটাই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। বুধবার অর্থাৎ আজ সেমির রিজার্ভ-ডে-তে ফের ম্য়াচ। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড।

বৃষ্টির জন্য কেন উইলিয়ামসনদের ইনিংস থেমেছিল ৪৬.১ ওভারে। এরপর বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। মাঠ পরিদর্শন করে এদিনের মতো ম্য়াচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ম্য়াচ অফিসিয়ালরা। ম্য়াচের বাকি অংশ হবে এদিন। খেলা বন্ধ হওয়ার সময়ে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২১১ রান তুলেছিল। ক্রিজে আছেন রস টেলর (৮৫ বলে ৬৭) ও টম ল্য়াথাম (৪ বলে ৩)। এদিন কিউয়ি ইনিংসের  বাকি ২৩ বল থেকেই খেলা শুরু হবে। এই ম্যাচে কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলকে এক রানেই ফিরিয়ে প্য়াভিলিয়নে ফিরিয়ে দেন বুমরা। স্লিপে দুরন্ত একটি ক্যাচ নেন বিরাটই।

India New Zealand Virat Kohli Cricket World Cup
Advertisment