চারনম্বরে ব্যাটিং করলেন কোহলি। ক্রিকেটমহলের মতই হচ্ছে, দলের সেরা ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার কোনওভাবেই পালটানো উচিত নয়। তবে দলের কথা ভেবেই ব্যাটিং অর্ডার বদলে ফেলেছিলেন কোহলি।
ভারতের হারে কোহলির ব্যাটিং অর্ডারই দায়ী। তিন নম্বরের পরিবর্তে চার নম্বরে নেমে একেবারেই ভুল করেছে ও। এমনটাই জানিয়ে দিলেন শোয়েব আখতার। ভারতের অসহায় আত্মসমর্পণ দেখে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস একেবারেই হতাশ। নিজের ইউটিউব চ্যানেলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব কোহলিকেই দায়ী করেছেন হারের জন্য।
Advertisment
দল নির্বাচন নিয়ে শুরু থেকে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। তিনজন ওপেনার। রানের মধ্যে রয়েছে তিনজনই। তাই তিনজনকেই প্রথম একাদশে রেখে দেওয়া হয়েছিল ওয়াংখেড়েতে। বিরাট কোহলির এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় এবার সোশ্য়াল মিডিয়ায়। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা ওয়ান ডে-তে ওপেন করবেন, তা জানাই ছিল। তবে টি২০ ক্রিকেটে রানের মধ্যে থাকা লোকেশ রাহুলকেও প্রথম একাদশে রেখে দল গড়েছিলেন ক্যাপ্টেন। রাহুলকে তিননম্বরে নামিয়ে বিরাট নিজের ব্যাটিং পজিশনও বদলে ফেলেছিলেন।
চারনম্বরে ব্যাটিং করলেন কোহলি। ক্রিকেটমহলের মতই হচ্ছে, দলের সেরা ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার কোনওভাবেই পালটানো উচিত নয়। তবে দলের কথা ভেবেই ব্যাটিং অর্ডার বদলে ফেলেছিলেন কোহলি।
তাতেই ভারতীয় ব্যাটিং লাইন আপে বিপর্যয়। স্টার্ক-কামিন্সদের মোকাবিলা করতে নেমে ভারত প্রথম ২৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল।
শোয়েব আখতার এরপরেই জানিয়েছেন, "ভারতের এমন হার চূড়ান্ত হতাশাজনক। ভারতের এই উচিত এই নিয়ে কাটাছেঁড়া করা। কোহলির কোনওভাবেই ২৮তম ওভারে ব্যাটিং করতে নামা উচিত নয়। আরও আগে ক্রিজে নামা উচিত ছিল ওর। চূড়ান্ত অবমাননাকরভাবে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল।" কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ম্যাথু হেডেন, ভিভিএস লক্ষ্মণের মতো তারকারাও।
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ে শোয়েব আখতার আবার পূর্ণ কৃতিত্ব দিচ্ছেন দলগত সাফল্যকে। আখতার বলেছেন, "অস্ট্রেলিয়া দুরন্ত খেলেছে। ভারত যদি এই খারাপ ফর্মন ধরে রাখে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নৃশংসভাবে খেলতে না পারে, তাহলে কিন্তু কপালে দুঃখ রয়েছে। তবে আমার মনে হয় ভারত পরের ম্যাচেই দারুণভাবে কামব্যাক করবে।"