Virat Kohli: কবে অবসর নিচ্ছেন কোহলি? সামনে এল চমকে দেওয়ার মত বিরাট সত্যি

Official announcement of Virat Kohli's retirement from IPL: এটা জানা গিয়েছে যে বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন।

Official announcement of Virat Kohli's retirement from IPL: এটা জানা গিয়েছে যে বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL-Virat Kohli: আইপিএলে বিরাট কোহলি

IPL-Virat Kohli: আইপিএলে বিরাট কোহলি। (ছবি- আইপিএল)

Virat Kohli's retirement from IPL: আইপিএল থেকে বিরাট কোহলি কবে অবসর নেবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জল্পনা ছড়িয়েছে যে বিরাট কোহলি অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। চলতি আইপিএলে তিনি অন্যান্যবারের মতই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন। সেখান থেকে এবারের আইপিএল শেষ হওয়ার পরই অবসর নেবেন এই কিংবদন্তি ক্রিকেটার। বিরাট এমনিতে টি২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। ভারত ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জিতেছে। তারপরই কোহলি টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় অনেকদিন থেকেই ঘোরাফেরা করছিল যে কোহলি তো টি২০ ফরম্যাটের আইপিএল খেলে চলেছেন। কবে, তিনি আইপিএল থেকে অবসর নেবেন?

Advertisment

এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হয়েছে, যে কোহলি তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন। চলতি আইপিএলের পরই তিনি অবসর নেবেন। এই দাবির পরই ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। যথারীতি তা ভাইরাল হয়। কিন্তু, যখন সংবাদমাধ্যম ওই দাবির সত্যতা খতিয়ে দেখতে যায়, তখন দেখা যায় যে ওই দাবি পুরোপুরি মিথ্যা। তার কোনও ভিত্তি নেই। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঠিক কী দাবি করেছেন ওই ব্যক্তি? তিনি লিখেছেন, 'হৃদয়বিদারক খবর! বিরাট কোহলি আইপিএল থেকে অবসর নিতে চলেছেন।' ফৈয়াজ আলম নামে এক ব্যক্তি ওই দাবি করেছেন। তিনি বিরাট কোহলির একটি ছবিও পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা হয়েছে, 'বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে তিনি আইপিএল থেকে চলতি বছরই অবসর নেবেন।'

Faiyaz Alam's Facebook Post: ফৈয়াজ আলমের ফেসবুক পোস্ট
Faiyaz Alam's Facebook Post: ফৈয়াজ আলমের ফেসবুক পোস্ট। Photograph: (ছবি- ফেসবুক)

 শুধু ফৈয়াজ আলমই নন। একই সময়ে আরও একজন ব্যক্তিও ফেসবুকে কোহলির অবসর সম্পর্কে একই দাবি করেছেন। 

Advertisment

তদন্তে যা উঠে এল

এই ভাইরাল হওয়া পোস্ট সত্যি কি না, সেটা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, কোহলি তাঁর অ্যাকাউন্টে আইপিএল থেকে রিটায়ারমেন্ট সম্পর্কে একটাও কথা লেখেননি। পাশাপাশি, এই সংক্রান্ত কোনও খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কি না, তা-ও যাচাই করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কোহলি বলেছেন, 'আমার পরবর্তী বড় পদক্ষেপ? আমি জানি না। পরবর্তী বিশ্বকাপ জয়ও হতে পারে।' কিংবদন্তি ক্রিকেটারের এই বক্তব্যে পরিষ্কার যে তাঁর এখনই অবসর নেওয়ার কোনও ইচ্ছা নেই। অর্থাৎ, ভাইরাল পোস্টের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। 

Indian Premier League (IPL) retirement Virat Kohli