/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Virat-Kohli-meets-Roger-Federer-1.jpg)
রাজা রজারের সঙ্গে সেদিন কী কথা হয়েছিল কিং কোহলির? (ছবি টুইটার/কোহলি)
নিউজিল্যান্ডে আসার আগে বিরাট কোহলি ছিলেন অস্ট্রেলিয়ায়। ক্যাঙারুর দেশে দুরন্ত সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। ঐতিহাসিক টেস্ট ও ওয়ান-ডে সিরিজ ছিনিয়ে এনেছিল তাঁর টিম ইন্ডিয়া।
ক্রিকেটের ফাঁকেই কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে গিয়ে তাঁরা দেখা করেছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেডেরারের সঙ্গে। টুইটারে ছবিও পোস্ট করেন বিরাট। সেদিন রাজা রজারের সঙ্গে কিং কোহলির কী কথা হয়েছিল, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। ফেডেরারের সঙ্গে সেই সাক্ষাৎ নিয়ে এবার কথা বললেন কোহলি।
DO NOT MISS: @imVkohli speaks about his fondness for Kiwi land, the simple things he loves to do off the field and his memorable meeting with tennis legend @rogerfederer at the @AustralianOpen ????????????
Full Video ???????????? https://t.co/wnEBzUBkOJpic.twitter.com/ueqrfAPPDx
— BCCI (@BCCI) January 26, 2019
আরও পড়ুন: রাজা রজারের সঙ্গে দেখা করলেন কিং কোহলি
বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটারে কোহলির রজারপ্রেমের কাহিনি শুনিয়েছে। কোহলি বললেন, "এর আগে আমি ফেডেরারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছি। ফেডেরার জানিয়েছে, তিনি আমার সঙ্গে সিডনিতে কয়েক বছর আগে দেখা করেছিলেন। উনি যে আমাকে মনে রেখেছেন, সেটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারব না। সেই ছোটবেলা থেকে ফেডেরারের খেলা দেখছি। শুধু অসাধারণ টেনিস প্লেয়ারই নন তিনি, দুর্দান্ত মানুষও। তিনি আমাকে একের পর এক প্রশ্ন করছেন। এটা ভেবেই কেমন একটা হচ্ছিল! ওনার মাইন্ডসেট নিয়ে কথা হলো, জানালেন কীভাবে নিজেকে প্রস্তুত করেন। স্পোর্টস নিয়ে নিজের ধারণাও বললেন।"