/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Untitled-1.jpg)
‘জিরো’ রিভিউ দিলেন বিরাট, বললেন অনবদ্য অনুষ্কা (ছবি-টুইটার)
গত শুক্রবার রিলিজ করেছে আনন্দ এল রাইয়ের ‘জিরো’। শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি রীতিমতো সমালোচনায় বিদ্ধ। কিন্তু এই ছবি মন জয় করে নিয়েছে বিরাট কোহলির। রিলিজের দিনই ছবিটা দেখে নিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। রবিবার টুইটারে দু’লাইনের রিভিউ দিয়েছেন কোহলি। অনুষ্কার পারফরম্যান্সে মুগ্ধ তিনি।
Saw @Zero21Dec and loved the entertainment it brought. I enjoyed myself. Everyone played their parts well. Loved @AnushkaSharma performance because I felt it was a very challenging role and she was outstanding. ????????
— Virat Kohli (@imVkohli) December 23, 2018
এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় সফররত কোহলির ভারত। গত ১১ ডিসেম্বর ছিল বিরুষ্কার বিয়ের প্রথম জন্মদিন। বিরাটকে বিশেষ দিনে সঙ্গ দিতেই অনুষ্কা চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেছেন ‘পাওয়ারপ্যাকড’ কাপল। আর এর মাঝেই অনুষ্কার নতুন ছবি দেখলেন বিরাট।
আরও পড়ুন: জিরো দেখে দর্শক মর্মাহত, কিন্তু তাই বলে এমন ট্রোল!
এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র অভিনয়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। বিরুষ্কা বরাবরই সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসা করতে ভোলেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি। কোহলি এদিন লিখলেন, “ ২১ ডিসেম্বর জিরো দেখলাম। এককথায় এ ছবিতে যা বিনোদন রয়েছে তা ভালবেসে ফেলেছি। প্রচণ্ড উপভোগ করেছি আমি। সকলেই নিজেদের ভূমিকায় দারুণ। অনুষ্কা এখানে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা রোলে অভিনয় করছে। অসাধারণ পারফরম্যান্স ওর।”
জিরোয় অনুষ্কা একজন সেরিব্রাল পালসি-তে আক্রান্তের ভূমিকায় অভিনয় করেছেন। মুম্বইয়ে ছবির প্রমোশনে এসেও অনুষ্কা জানিয়েছিলেন যে, এই রোলটা কত’টা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেছিলেন, “ছবিতে আমি সেরিব্রাল পালসিতে আক্রান্তের ভূমিকায় রয়েছি। একটা চেয়ারে বসেই পুরো সময়টা কেটেছে। অভিনেতা হিসেবে সবসময় চ্যালেঞ্জ নিতে চাই। অত্যন্ত কঠিন ছিল রেলাটা। শুরুতে খুবই নার্ভাস ছিলাম। কিন্তু চরিত্রের সঙ্গে কোনও সমঝোতা করিনি। কোথাও আমি পরিতৃপ্ত।”