রবিবাসরীয় বার্মিংহ্য়ামে ব্রিটিশ বাহিনীর হাতে বধ হয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। চলতি বিশ্বকাপে প্রথম হার হজম করতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাবে টিম ইন্ডিয়া ৩০৬ রানে গুটিয়ে যায়। ভারতের হতশ্রী পারফরম্যান্সের সমালোচনা চলছে সর্বত্র। কিন্তু এর মাঝেও নিজেদের ছাপ রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এজবাস্টনে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন দেশের দুই স্টার ব্য়াটসম্য়ান।
রোহিত আর লোকেশ রাহুলের ব্যাটে রান তাড়া করতে নেমেছিল ভারত। কিন্তু কোনও রান না-করেই প্য়াভিলিয়নে ফিরে যান রাহুলকে। সেখান থেকে বিরাট-রোহিত মিলে ভারতের হাল ধরেন। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ১৩৮ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। বিরাট ৭৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। পরে রোহিত করেন চলতি টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিটাও (১০৯ বলে ১০২)।
দেখে নেওয়া যাক বিরাট-রোহিতের ব্য়াটে কী কী রেকর্ড হল ইংল্যান্ড ম্য়াচে:
১) কোহলি-রোহিত জুটি বেঁধে ১৭ তম ওয়ান-ডে সেঞ্চুরি পার্টনারশিপ করলেন। তাঁদের আগে রয়েছেন শুধুই শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। শচীন-সৌরভের জুটিতে এসেছিল ২৬টি ওয়ান-ডে সেঞ্চুরি।
২) কোহলি বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে পরপর পাঁচটি ফিফটি হাঁকালেন। ছাপিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে।
৩) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের (১২৩৮) রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের। দ্য ওয়াল ভেঙে নতুন রেকর্ড এখন কিং কোহলির।
৪) বিশ্বকাপে ভারতের জার্সিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে শচীনের। ছ'টি শতরান রয়েছে তাঁর। হিটম্য়ান চলে এলেন শচীনের ঠিক পরেই। সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে ছুঁয়ে ফেললেন চারটি সেঞ্চুরি করে।