Advertisment

Mohammad Kaif on struggling Virat Kohli Rohit Sharma: VIP ট্রিটমেন্ট বন্ধ করতে হবে রোহিত-কোহলিকে! অফফর্মের মহারথীদের মুখ খুলে ঝাঁঝরা করলেন কাইফ

Mohammad Kaif on struggling Virat Kohli Rohit Sharma: একদমই ফর্মে নেই কোহলি-রোহিত। সমর্থকরা দুই মহারথীর সম্মিলিত অবসরের দাবিও তুলে ফেলেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammad Kaif On Virat Kohli Rohit Sharma

Mohammad Kaif On Virat Kohli Rohit Sharma: বিরাট, রোহিতের সমালোচনায় এবার কাইফ (টুইটার)

Mohammad Kaif on struggling Virat Kohli Rohit Sharma: টি২০ বিশ্বকাপের পরেই যেন শনির দশা হাজির হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটে যেন রানের অমাবস্যা। কোনওভাবেই রান পাচ্ছেন না দুজনে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে তো বটেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন দুই মহানক্ষত্র।

Advertisment

এমন অবস্থায় দুই তারকার অবসরের দাবিও উঠে গিয়েছে। কিউই সিরিজ চলাকালীনই সুনীল গাভাসকার কোহলি-রোহিতদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই সুরেই সুর মিলিয়েছেন অনিল কুম্বলে থেকে দীনেশ কার্তিকরা। এবার, কেন মহাতারকা বলে ছাড় দেওয়া হবে, এমন প্রশ্নই তুলে দিলেন মহম্মদ কাইফ। বলে দিলেন, ভিআইপি ট্রিটমেন্ট ছাড়তে হবে দুজনকে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওয় কাইফকে বলতে শোনা গিয়েছে, "ওঁদের অবশ্যই ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। ঘন্টার পর ঘন্টা ব্যাট করার অভ্যেস করতে হবে। সেখানে যদি সেঞ্চুরি করতে পারে, সেটা মনোবর্ধক হিসাবে কাজ করবে।"

এই প্রসঙ্গে কাইফ ঋষভ পন্থেরও উদাহরণ তুলে ধরেছেন। বলে দিয়েছেন, পন্থ শেষবার অস্ট্রেলিয়া সফরের সময় মোটেও ফার্স্ট চয়েস উইকেটকিপার ব্যাটার ছিলেন না। তবে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে রান পেয়ে ঋদ্ধিমান সাহাকে টপকে প্ৰথম একাদশে জায়গা করে নেন। বাকিটা ইতিহাস।

"তোমাদের ঋষভ পন্থের কথা স্মরণ করিয়ে দিই। গাব্বায় ওঁর ব্যাট থেকে উইনিং রান বেরিয়েছিল। ওই ট্যুরে ও টি২০, ওয়ানডে কোনও স্কোয়াডের অংশ ছিল না। স্রেফ টেস্ট সিরিজের জন্য গিয়েছিল। যেখানে ঋদ্ধিমান সাহা ফার্স্ট চয়েস ছিল। ৩৬ রানে ভারত অলআউট হওয়ার পর পন্থকে প্ৰথম একাদশে খেলানো হয়।"

"মনে রাখতে হবে পন্থ সেই সফরে প্রস্তুতি সফর খেলেছিল। পিঙ্ক বলের টেস্ট বোধহয়। যেখানে সেঞ্চুরি করে ও। তারপরে প্ৰথম দলে জায়গা পাওয়ার পর ওঁকে রোখা যায়নি।"

এমনটা জানিয়ে কাইফ আরও বলেছেন, "যাঁরাই মনে করছে, রান করতে সমস্যা হচ্ছে, পর্যাপ্ত গেম টাইম পাচ্ছে না, তাঁদের একশো শতাংশ অনুশীলন ম্যাচ খেলা উচিত। ভুলে যাও তুমি বড় গাড়ি, ফ্লাইটে ট্র্যাভেল করো, হয়ত তুমি ভিআইপি ট্রিটমেন্ট পাবে না। তবে ফর্মে ফিরতে হলে, এটুকু পরিশ্রম করতেই হবে।"

Team India Team India Virat Kohli Rohit Sharma
Advertisment