Advertisment

Virat Kohli-Rohit Sharma: বিশ্বকাপ খেলতে চান দুজনেই! কোহলি-রোহিতের 'আবদারে' ঘুম উড়ল জয় শাহের BCCI-এর

Virat Kohli Rohit Sharma keen to play t20 world cup: কোহলি-রোহিত দুজনেই বোর্ডের কাছে নিজেদের ইচ্ছা পরিষ্কার করে দিয়েছেন। এরপরে প্রধান নির্বাচক অজিত আগারকার, বাকি দুই জাতীয় নির্বাচক সলিল আঙ্কলা, শিবসুন্দর দাস এবং টিম ইন্ডিয়ার কোচ এবং ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসবেন। তারপরেই আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit sharma, virat kohli, kohli, rohit, bcci, t20 world cup

Virat Kohli-Rohit Sharma: রোহিত-কোহলি (টুইটার)

T20 World Cup: দক্ষিণ আফ্রিকা সফর শেষের পথে। কেপটাউন টেস্ট খেলেই দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে দেশে ফিরবেন বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মারা (Rohit Sharma)। আপাতত ভারতের পরবর্তী বড় টার্গেট টি২০ বিশ্বকাপ (ICC t20 World Cup)। আইসিসি ইভেন্টের মহড়া শুরু হয়ে যাচ্ছে আর কয়েক দিন পরে ঘরের মাঠে আফগানিস্তান (Afghanistan t20 Series) সিরিজ থেকেই। জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে চলা টি২০ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে একটিই টি২০ সিরিজ খেলবে ভারত। তা হল রশিদ খানদের বিপক্ষে। সেই সিরিজ শুরুর আগে মাথা ব্যথা বিসিসিআইয়ের।

Advertisment

তাঁদের মাথা ব্যথা আপাতত রোহিত-কোহলিদের মত সিনিয়র তারকাদের বাইরে রেখে টি২০ ওয়ার্ল্ড কাপের দল গঠন করা হবে কিনা, তা নিয়ে। রোহিত-কোহলি গত টি২০ বিশ্বকাপের পর একটিও আন্তর্জাতিক টি২০ খেলেননি। তবে মেগা ইভেন্টে দুই সিনিয়র তারকাই খেলতে চাইছেন। বোর্ডের কাছে নিজেদের ইচ্ছা জানিয়েও দিয়েছেন দুজনে।

আরও পড়ুন- জঘন্য ক্যাপ্টেন্সি, জিতেও নেই রেহাই! জয়ের মঞ্চেই রোহিতকে তেড়েফুঁড়ে আক্রমণ এবার মঞ্জরেকরের

আর বিশ্বকাপে দুই তারকাকে খেলাতে হলে আফগানিস্তান সিরিজেও তাঁদের টি২০ স্কোয়াডে রাখতে হবে। এটাই আপাতত ভাবাচ্ছে বিসিসিআইকে। বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট নিয়ে আপাতত ভাবছে না জাতীয় দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য টিম ইন্ডিয়ার ফোকাসে টেস্ট ক্রিকেট এবং টি২০। বিশ্বকাপ শেষ হওয়ার পর ভাবা হয়েছিল টি২০ বিশ্বকাপের কথা ভেবে রোহিত-কোহলি দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে খেলবেন। তবে দুজনেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ তো বটেই প্রোটিয়াজ সফরেও টি২০ খেলেননি। লম্বা বিশ্রাম বেছে নিয়েছিলেন।

সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, কোহলি-রোহিত দুজনেই বোর্ডের কাছে নিজেদের ইচ্ছা পরিষ্কার করে দিয়েছেন। এরপরে প্রধান নির্বাচক অজিত আগারকার, বাকি দুই জাতীয় নির্বাচক সলিল আঙ্কলা, শিবসুন্দর দাস এবং টিম ইন্ডিয়ার কোচ এবং ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসবেন। তারপরেই আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা করা হবে।

আরও পড়ুন- বিরাট সাফল্য ভারতের, কেপ টাউনে জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রোহিতরা

তবে কোহলি-রোহিতকে যদি বোর্ড বিশ্বকাপে খেলাতে চাও, তাহলেও সমস্যা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে পুরো টি২০ সিরিজ জুড়ে দুজনকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ জানুয়ারির ২৫ তারিখ থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই দুজনকে হয়ত পুরো আফগান সিরিজে পাওয়া যাবে না। অর্থাৎ টি২০ ওয়ার্ল্ড কাপের আগে ভারতের দল কম্বিনেশন নিয়ে বোর্ড যে স্পষ্ট হয়ে যেতে চেয়েছিল, তা সম্ভবত হচ্ছে না। তাই আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএল-এর ফর্ম দেখেই হয়ত বিশ্বকাপের স্কোয়াড গড়তে হবে নির্বাচকদের।

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, "আফগানিস্তান সিরিজে আপাতত কিছুই চূড়ান্ত হবে না। হার্দিক পান্ডিয়া-সূর্যকুমার যাদব দুজনেই আনফিট। তাই আইপিএলের পারফরম্যান্স দেখেই সবকিছু নির্ধারিত হবে।"

বোর্ড এই সমস্যা কীভাবে সামাল দেয়, সেটাই আপাতত দেখার।

Virat Kohli BCCI Rohit Sharma Indian Cricket Team Indian Team
Advertisment