Michael Vaughan club prairie fire: ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর থেকে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন মাইকেল ভন। বারবার এমন মন্তব্য করছেন, যাতে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হন। এবার ভনের কটাক্ষ থেকে বাঁচলেন না রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মত মহাতারকারাও। বলে দিলেন, দুজন তারকাই কেরিয়ারের বহু ট্রফি জিততে পারেননি।
রোহিত শর্মার আরও ট্রফি জেতা উচিত ছিল
বিশ্বকাপের পরেই টি২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ভন সোমবার ক্লাব প্রেইরি পডকাস্টে আবার-ও ঝড় তোলা মন্তব্য করেন। বলে দেন, " এটা যে ক্রিকেটকে দারুণভাবে বিদায় জানানো, সেটাতে ওঁরা সম্মত হবে। তবে সাদা বলের ক্রিকেটে ওঁদের আরও অনেক ট্রফি জেতা উচিত ছিল। রোহিত আর একটা আইসিসি খেতাব জিততে ১৭ বছর নিয়ে নিল। ও নিজেও হয়ত সম্মত হবে যে ওঁর আরও দু-একটা ট্রফি জেতা উচিত ছিল।"
"বার্বাডোজে জিতে হাতে ট্রফি নিয়ে কী দারুণভাবেই না ওঁরা বিদায় জানাল। ওঁরা এখন ধীরে ধীরে পুরো টেস্ট ক্রিকেটে, মাঝেমাঝে ওয়ানডেতে এবং আইপিএলে ফোকাস করতে পারে। যেমনভাবে বহু বছর ধরে এমএস ধোনি খেলে চলেছে। ভারতীয় দলে ওঁদের সহজেই জায়গা পূরণ হয়ে যাবে। কারণ দলে প্রতিভার ছড়াছড়ি।"
এর আগে মাইকেল ভন আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। বলেছিলেন, টিম ইন্ডিয়ার সুবিধা অনুযায়ী শিডিউল তৈরি করা হয়েছে। আরও বলেছিলেন টিম ইন্ডিয়ার কারণে অন্যান্য দল সমস্যায় পড়েছে। ভনকে এই মন্তব্যের জন্য রবি শাস্ত্রী, হরভজন সিং-রা একহাত নিয়েছিলেন।