Virat Kohli Rohit Sharma to play Duleep Trophy: দলীপ ট্রফির জন্য তারকা খচিত দল বেছে নিতে চলেছে টিম ইন্ডিয়া নির্বাচকরা। আর দলীপ ট্রফিতেই অংশ নিতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত মহারথী। শ্রীলঙ্কা সফরের পর প্রায় এক মাসের ক্রিকেট থেকে বিশ্রাম। তারপর বাংলাদেশ সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি হিসেবে ৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফিতে নামতে চলেছেন দুই তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুভমান গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদেরও দলীপ ট্রফিতে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জসপ্রীত বুমরাকে খেলতে দেখা যাবে না। তাঁকে দীর্ঘ সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশ টেস্ট সিরিজের পরেই ভারতের সামনে রয়েছে আরও ১০টা টেস্ট (এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজ-ও রয়েছে)। তাই বাংলাদেশ সিরিজে জসপ্রীত বুমরাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে নির্বাচকদের। দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেট পাচ্ছে ভারত। তাছাড়া মহম্মদ শামিরও প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশের বিপক্ষে। তাই জসপ্রীত বুমরাকে বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া।
অজিত আগারকারের নেতৃত্বের নির্বাচনী প্যানেল ইন্ডিয়া-এ, বি, সি, ডি চারটে জোনাল ফরম্যাটের দল ঘোষণা করতে চলেছে শীঘ্রই। এবারের দলীপ ট্রফি হওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। তবে যেহেতু জাতীয় দলের সমস্ত তারকারা অংশ নেবেন এবং এই ভেন্যু আকাশ পথে পৌঁছনো সম্ভব নয়, তাই বোর্ডে তরফে নতুন ভেন্যু বাছা হচ্ছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হওয়া দলীপ ট্রফির ছয় ম্যাচ শেষ হবে সেপ্টেম্বরের ২৩-এ। ভারত বনাম বাংলাদেশের প্ৰথম টেস্ট আবার চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে। রোহিত, কোহলিরা দলীপের শুরু থেকেই খেলবেন, নাকি ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের ম্যাচে অংশ নেবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে বোর্ডের তরফে জাতীয় দলের জন্য ছোটখাটো এক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেই শিবির চূড়ান্ত হলে কোহলি-রোহিতদের প্ৰথম রাউন্ডেই খেলতে দেখা যাবে।
কয়েক মাস আগেই বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট করে বলেছিলেন, কোহলি-রোহিত-বুমরা বাদে সকল জাতীয় দলের তারকাকেই ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। সূর্যকুমার যাদব, সরফরাজ খানের মত তারকারা ১৫ অগাস্ট থেকে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে চলা আমন্ত্রণ মূলক বুচিবাবু টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।