Advertisment

Virat Kohli-Rohit Sharma: ক্রিকেট অলিম্পিকে, তবু কোনওদিন খেলা হবে না কোহলি-রোহিতের! মন খারাপ করা খবরের কারণ জানুন

Los Angeles Olympics 2026: কেন ২০২৬ অলিম্পিকে খেলতে পারবেন না কোহলি-রোহিত, জেনে নিন আসল কারণ

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Rohit Sharma, বিরাট কোহলি, রোহিত শর্মা,

irat Kohli-Rohit Sharma: বুধবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন রোহিত ও কোহলি। (ছবি- টুইটার)

Virat Kohli in Olympics 2026: ফের চার বছর বাদে অলিম্পিক। এবার হল প্যারিসে। চার বছর পর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে। কিন্তু, সেখানেও খেলার সুযোগ পাবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। অথচ, ২০২৮ থেকেই অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১২৮ বছর আগে ১৯০০ সালে ক্রিকেট অলিম্পিকের অংশ ছিল। সেবার অলিম্পিক খেলা হয়েছিল প্যারিসে। বর্তমানে ক্রিকেট দুনিয়ায় ভারত এক বড় নাম। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে স্বভাবতই ভারত থাকবে। শুধু থাকবেই না, অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু, সেখানে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত থাকবেন কোহলি এবং রোহিত, দু'জনেই।

Advertisment

ইতিমধ্যেই ক্রিকেট এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছে। ভারত ২০২৩ এশিয়ান গেমসের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে। কিন্তু, এশিয়ান গেমসে সাফল্য পেলেও রোহিত, কোহলিদের কাছে অলিম্পিকটা অধরাই থেকে যাচ্ছে। এমন নয় যে রোহিত, কোহলিরা তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন। পারফরম্যান্স আর ফিটনেস ঠিকঠাক রাখতে পারলে তাঁরা ২০২৮-এও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন। কিন্তু, সমস্যা হল তাঁরা ইতিমধ্যে টি২০ ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছেন। আর, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরছে টি২০ ফরম্যাটেই।

২০২৪ টি২০ বিশ্বকাপের পরই বার্বাডোসে এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন বিরাট কোহলি। হর্ষ ভোগলের সঙ্গে ম্যাচ পরবর্তী কথোপকথনের সময় বিরাট ওই ঘোষণা করেন। আর, তাঁর পরপরই নিজের অবসরের কথা ঘোষণা করে দেন রোহিত শর্মাও। রোহিত অবশ্য কোনও কথোপকথনের সময় নয়। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠক চলাকালীন নিজের অবসরের কথা ঘোষণা করেন। শুধু বিরাট বা রোহিতই নন। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রবীন্দ্র জাদেজাও। তবে, তিনি বিরাট, রোহিতের সঙ্গে একইদিনে নয়। তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন একদিন পর, সোশ্যাল মিডিয়ায়।

রোহিতের ফরম্যাট থেকে অবসরের পর সূর্যকুমার যাদবকে ভারতের টি২০ দলের অধিনায়ক বাছাই করা হয়েছে। শুভমান গিলকে করা হয়েছে সহ-অধিনায়ক। লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সময় সূর্যও অবসর নিলে শুভমান গিল ভারতের অধিনায়কত্ব করতে পারেন। অবশ্য, যদি তিনি ততদিন পর্যন্ত ভারতের সহ-অধিনায়ক বা অধিনায়ক থাকেন, তবেই সেটা সম্ভব।

আরও পড়ুন-  বিশ্বকাপে কোহলিকে গালি দিয়েছিলেন, হাসিনা বিদায়ের দিনেই ‘স্বাধীন দেশে’ বাবা হলেন টাইগার তারকা

রোহিতের ফরম্যাট থেকে অবসরের পর সূর্যকুমার যাদবকে ভারতের টি২০ দলের অধিনায়ক বাছাই করা হয়েছে। শুভমান গিলকে করা হয়েছে সহ-অধিনায়ক। লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সময় সূর্যও অবসর নিলে শুভমান গিল ভারতের অধিনায়কত্ব করতে পারেন। অবশ্য, যদি তিনি ততদিন পর্যন্ত ভারতের সহ-অধিনায়ক বা অধিনায়ক থাকেন, তবেই সেটা সম্ভব। অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে লস অ্যাঞ্জেলসে ভারতীয় দলের হয়ে খেলতে পারেন যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহরা।

তবে, অলিম্পিকে খেলুন ছাই না খেলুন, রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। আগামী বছর ২০২৫ সালে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হতে চলছে। ২০২২ থেকেই রোহিত ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০২৩ সালের শেষের দিকে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল একদিনের ক্রিকেট বিশ্বকাপে রানার্স হয়েছে। ২০২৪-এ খেলেছে টি২০ বিশ্বকাপ। এরপর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফের ভারত কোনও আইসিসি ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে।

cricket Virat Kohli Rohit Sharma Olympics Indian Olympic Team India at Olympics Olympics 2026
Advertisment