দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুই হল না। এর মধ্যেই বড় ধাক্কা খেল ভারত। ব্যক্তিগত ইমার্জেন্সির কারণে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগেই ভারতে ফিরে এলেন বিরাট কোহলি। জানা গিয়েছে এমনটাই।
তবে বিরাট কোহলির আপদকালীন কী সমস্যা হয়েছে, তা জানা যায়নি। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, বিরাট কোহলি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দুদিনের ছুটি চেয়েছেন। প্রিটোরিয়ার টার্ক ওভাল-এ তিন দিনের আন্তঃস্কোয়াড ম্যাচ চলছে। সেই ম্যাচেও খেলছেন না কোহলি।
দক্ষিণ আফ্রিকায় কোহলির রেকর্ড বরাবর ভালো। ২৪ ইনিংসে ১২৩৬ রান করেছেন ৫৬.১৮ গড়ে। ২০১৯-এ প্রোটিয়াজদের বিপক্ষে তিনটে শতরান, চারটে হাফসেঞ্চুরিও রয়েছে কিং কোহলির। দক্ষিণ আফ্রিকার ভারত সফরে পুনেতে দ্বিতীয় টেস্টে কোহলি অপরাজিত ২৫৪ করেছিলেন। সেই টেস্টে ভারত ইনিংস এবং ১৩৭ রানে জয় পায়।
কোহলির ফিরে আসার সঙ্গেই বিরাট আপডেটে জানা গেল রুতুরাজ গায়কোয়াডের হাতের আঙুলে চিড় ধরায় পুরো সফর থেকেই ছিটকে গেলেন তিনি। জানা যাচ্ছে, আঙুলে চোট পুরোপুরি সারিয়ে উঠতে গায়কোয়াডের পাঁচ সপ্তাহ সময় লাগবে। শুক্রবারেই গায়কোয়াডের পরিবর্ত ঘোষণা করে দেবে টিম ইন্ডিয়া।
গত ডিসেম্বর ১৯-এ পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন আঙুলে চোট পান তারকা ভারতীয়।
দক্ষিণ আফ্রিকায় ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। সেই অধরা টেস্ট সিরিজ জিতে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্যে নামছে আসন্ন সিরিজে। আর সেই টেস্ট সিরিজে ফোকাস করার জন্যই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং শ্রেয়স আইয়ারকে (এক ওয়ানডে) বিশ্রাম দেওয়া হয়েছিল।
ওয়ানডে সিরিজে থাকলেও শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজকে খেলানো হয়নি পুরো ওয়ানডে সিরিজেই। বৃহস্পতিবার কার্যত তৃতীয় সারির দল নিয়ে ভারত দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছে। বোল্যান্ড পার্কে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানে ভর করে।
সেঞ্চুরিয়নে প্ৰথম টেস্টের পর ভারত দ্বিতীয় টেস্ট খেলবে জানুয়ারির ৩ থেকে কেপ টাউনে।