ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। নাগপুরে প্ৰথম টেস্টের আগে উত্তেজনা দুই দেশের ক্রিকেট মহলে। বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলতে নামার আগেই এবার প্যাট কামিন্স নিজের পছন্দের সেরা ব্যাটসম্যান জানিয়ে দিলেন। শচীন নাকি কোহলি- ইস্যুতে নিজের মতামত স্পষ্ট ব্যক্ত করলেন। কোহলি যেভাবে সচিনের একের পর এক রেকর্ড ভাঙছেন তাতে শচীনেই একশো সেঞ্চুরির হিমালয়-সম কীর্তিও সুরক্ষিত দেখাচ্ছে না। এমন আবহেই শচীন-কোহলি তুলনায় নিজের মতামত জানিয়ে দিলেন অজি টেস্ট দলের ক্যাপ্টেন কামিন্স।
Advertisment
সম্প্রতি এক সাক্ষাৎকারে কামিন্সকে জিজ্ঞাসা করা হয়, তাঁর চোখে সেরা কে! উসমান খোয়াজার সঙ্গে প্রাইম ভিডিওয় সিরিজের টিজারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কামিন্স। বলে দেন, "আমার মনে শচীনের বিরুদ্ধে কেবলমাত্র একবারই খেলেছি। তাও আবার বহু বছর আগে টি২০-তে। তাই আমার রায় বিরাটের দিকেই।"
এরপরে খোয়াজাকে কামিন্স জিজ্ঞাসা করেন সেরা চার ভারতীয় ব্যাটসম্যান বাছাই করতে। তবে পাকিস্তানি বংশোদ্ভূত অজি ওপেনার তাৎপর্যপূর্ণভাবে কোহলিকে রাখেননি সেই তালিকায়। তাঁর পছন্দের চার তারকা জানাতে গিয়ে তিনি বলেন, "আমি একে রাখব শচীনকে, দ্রাবিড়, মিস্টার ওয়ালকে দুই নম্বরে, তিন নম্বরে দাদা সৌরভ। লক্ষ্মণের জন্য দুর্ভাগ্যজনকভাবে বলতে খারাপ লাগছে। ওঁর ব্যাটিং দেখতেও ভাল লাগে। তবে বাঁ-হাতিই আমার পছন্দের।
বর্তমান ভারতীয় দলের কোন দুই সদস্যকে অস্ট্রেলিয়া দলে দেখার ইচ্ছাপ্রকাশ করেন, এমন প্রশ্নে খোয়াজা বলে দেন, "কোহলি এবং পন্থ।"
এর আগে কামিন্স জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার সিরিজের জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। জানিয়ে দেন, স্পিন বোলিং বিভাগে নাথান লিয়নের সঙ্গেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আস্টন আগার, ট্র্যাভিস হেড।