Virat Kohli salutes Indian Army: ভারত-পাক উত্তেজনার মাঝেই বড় বয়ান বিরাট কোহলির, সেনাকে টুপিখোলা কুর্নিশ

Operation Sindoor: বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও সুরক্ষাজনিত কারণেই মাঝপথে বাতিল করা হয়। এই অবস্থায় ক্রিকেটাররাও বেশ আতঙ্কে রয়েছেন।

Operation Sindoor: বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও সুরক্ষাজনিত কারণেই মাঝপথে বাতিল করা হয়। এই অবস্থায় ক্রিকেটাররাও বেশ আতঙ্কে রয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli Salutes Army: ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি

Virat Kohli Salutes Army: ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি

Virat Kohli on India-Pakistan conflict: পহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারত। Operation Sindoor চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। এয়ারস্ট্রাইকে ধ্বংস হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। প্রায় ১০০ জন কুখ্যাত জঙ্গি এই অভিযানে নিকেশ হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর পাল্টা প্রত্যাঘাত করেছে পাকিস্তানও। ভারতের একাধিক শহরে পাকিস্তান মিসাইল হানা চালিয়েছে। কিন্তু ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। এই অবস্থায় ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন বিরাট কোহলি।

Advertisment

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই কথা মাথায় রেখেই আপাতত বন্ধ করা হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। BCCI-এর একটি বিশ্বস্ত সূত্র থেকে এমন কথাই জানতে পেরেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি আইপিএল টুর্নামেন্ট আয়োজনের জন্য একেবারেই অনুকূল নয়। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও সুরক্ষাজনিত কারণেই মাঝপথে বাতিল করা হয়। এই অবস্থায় ক্রিকেটাররাও বেশ আতঙ্কে রয়েছেন। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মন জয় করেছেন ক্রিকেটপ্রেমীদের। ইনস্টাগ্রামে তিনি ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'কঠিন সময়ে দেশকে সুরক্ষা দেওয়ার কারণে আমরা দেশের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছি, তাঁদের স্যালুট জানাই। নিজের এবং নিজেদের পরিবারের স্বার্থকে ত্যাগ করে তাঁরা যে সাহসিকতা দেখিয়েছেন তার জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ।'

Advertisment

আরও পড়ুন 'পরিস্থিতি অনুকূল নয়', বন্ধ হওয়ার মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

এদিকে, সীমান্তে উত্তেজনার মাঝে আইপিএল নিয়ে শঙ্কার মেঘ দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক জানিয়েছিলেন, আপাতত কেন্দ্রীয় সরকারের নির্দেশের অপেক্ষা করা হচ্ছে। শুক্রবার সকালে নির্দেশ পাওয়ামাত্র পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই আধিকারিক জানিয়েছিলেন, 'এই টুর্নামেন্টের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কিছু জানি না। পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কিছু জানি না। আপাতত আমাদের অপেক্ষা করা ছাড়া কোনও রাস্তা খোলা নেই।'

India-Pakistan OPERATION SINDOOR Virat Kohli