/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/Virat-Kohli-and-Aron-Finch.png)
ট্রফি হাতে বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ (ছবি টুইটার/বিসিসিআই)
আগামিকাল ব্রিসবেনের গাবায় মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। দু’মাস ব্যাপী পূর্ণাঙ্গ সিরিজের শুভারম্ভ ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের হাত ধরে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বিরাট কোহলি বনাম অ্যারন ফিঞ্চ।
ইতিমধ্যেই গাবার জন্য় দল ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দলে রয়েছেন বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুনাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যসপ্রীত বুমরা, খালিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন: ঝড়ের বেগে বিকোচ্ছে টিকিট, এমসিজি-র প্রত্য়াশা ৭০,০০০ দর্শক
We've announced our 12 for the 1st T20I against Australia at The Gabba #TeamIndiapic.twitter.com/c6boLtieGf
— BCCI (@BCCI) November 20, 2018
For me aggression is the passion to win games for the team - Virat Kohli #AUSvINDpic.twitter.com/hxrZu7Mce1
— BCCI (@BCCI) November 20, 2018
When we step out on the field, we have eleven individuals who are striving for excellence - @imVkohli on the eve of the 1st T20I against Australia#AUSvINDpic.twitter.com/vcOqkmxvPN
— BCCI (@BCCI) November 20, 2018
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি। এই সিরিজ শুরুর অনেক আগে থেকেই প্রাক্তনরা বলা শুরু করে দিয়েছেন যে, এবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো বিশ্বমানের ক্রিকেটারদের অবর্তমানে অস্ট্রেলিয়া দল ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে। এমনটাই মত তাঁদের। পাশাপাশি অজিদের সাম্প্রতিক পারফরম্যান্সও তেমন বলার মতো নয়।
এই অস্ট্রেলিয়া দলকেই রীতিমতো সমীহ করছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। বললেন, “এই দলের কোয়ালিটি নিয়ে কোনও সন্দেহ নেই। টিমে এখনও বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছে। যদিও বিশ্বের অন্য়তম সেরা দুই ব্যাটসম্যানকে না-পাওয়াটা কোনও দলের জন্যই আদর্শ নয়। তবুও এই দলটা দুর্দান্ত। বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে যে কোনও সময় তাঁরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোনও দলকে ছোট করা যায় না। আর অস্ট্রেলিয়াকে হাল্কা ভাবে নেওয়ার কোনও কারণই নেই।” কোহিল এও জানিয়েছেন যে, মাঠে যে এগারো জন দেশের জার্সিতে নামবে, তাঁরা নিজেদের সেরাটাই উজার করে দেবে।অন্যদিকে ফিঞ্চ ভারতের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেই বলছেন যে, তাঁদের দল দারুণ ভাবে গড়ে উঠেছে। ভাল ফলের ব্যাপারে তিনি আশাবাদী।