Advertisment

দেশের 'কমলা' অভিষেকের আগে কোহলি বললেন গর্বের রঙ নীল

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার  সুপারিশ মেনেই বিরাটরা গায়ে চাপাচ্ছেন নয়া জার্সি। নতুন এই জার্সি নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli on new orange jersey

দেশের 'কমলা' অভিষেকের আগে কোহলি বললেন গর্বের রঙ নীল (ছবি-টুইটার)

প্রতীক্ষার অবসান। আগামিকালই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে দেখা যাবে নতুন জার্সিতে। এই প্রথমবার বিরাট কোহলি অ্যান্ড কোং পঞ্চাশ ও কুড়ি ওভারের জন্য় বরাদ্দ চিরাচরিত নীল জার্সির বদলে কমলা জার্সিতে মাঠে নামতে চলেছে। মেন ইন ব্লু হয়ে যাচ্ছে মেন ইন অরেঞ্জ!

Advertisment





ফুটবলের মতোই এবার ক্রিকেট বিশ্বকাপেও হোম-অ্যাওয়ে কিট সিস্টেম চালু করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার  সুপারিশ মেনেই বিরাটরা গায়ে চাপাচ্ছেন নয়া জার্সি। নতুন এই জার্সি নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট। শনিবার সাংবাদিক বৈঠকে কোহলি বললেন, "নতুন জার্সিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। দশের মধ্যে আট দেব। বলার জন্য় বলছি না, সত্য়িই আমার পছন্দ হয়েছে। রঙের কনট্রাস্টটা বেশ লেগেছে।"

আরও পড়ুন: বিরাটদের গায়ে উঠল না কমলা জার্সি, বিক্রি শুরু হয়ে গেল বাজারে

যদিও কোহলি জানিয়েছেন যে, এই জার্সি এক-আধটা ম্য়াচের জন্যই ঠিক আছে। পাকাপাকি ভাবে এই জার্সি গায়ে চাপাতে চান না তাঁরা। বিরাটের এ ব্যাপারে সংযোজন,  "একটা ম্য়াচের জন্য় ঠিক আছে। আমার মনে হয় না, পাকাপাকি ভাবে আমরা এই জার্সির দিকেই ঝুঁকব। নীল আমাদের গর্বের রঙ। টুর্নামেন্টের কথা মাথায় রেখে একটা পরিবর্তন হিসেবে এই কিট ভীষণ স্মার্ট। "

Read full story in English

Virat Kohli ICC Cricket World Cup
Advertisment