Advertisment

ব্যাটিং ছেড়ে অনুশীলনে অন্য ভূমিকায় বিরাট, চমকে উঠল বিশ্বক্রিকেট

ICC Cricket World Cup 2019: বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের কন্ডিশনে মিডিয়াম পেসাররা বরাবর সুবিধা পায়। হালকা সুইং ইংল্যান্ডে আদর্শ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান বোলাররা সেই স্মৃতি ফিরিয়ে এনেই মাত্র ১০৫ রান অল আউট করে দেয় পাকিস্তানকে।

author-image
IE Bangla Web Desk
New Update
45 minutes of bad cricket knocked India out of wc says virat Kohli:

৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল: কোহলি (ফেসবুক)

মিডিয়াম পেস করতেন। তবে তা-ও মাঝেমধ্যে। তবে বিরাট কোহলিকে চলতি বিশ্বকাপে অফস্পিন করতে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। অন্তত, অনুশীলনে বিরাট কোহলিকে দেখে তেমনটাই মনে হল। ৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। তার আগে কোহলিকে দেখে রীতিমতো শিহরিত সবাই।

Advertisment

বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের কন্ডিশনে মিডিয়াম পেসাররা বরাবর সুবিধা পায়। হালকা সুইং ইংল্যান্ডে আদর্শ। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান বোলাররা সেই স্মৃতি ফিরিয়ে এনেই মাত্র ১০৫ রান অল আউট করে দেয় পাকিস্তানকে। এমন পরিস্থিতিতে তাহলে কোহলি স্পিন বোলিংয়ে জোর দিচ্ছেন কেন? দলের অন্দরে কানাঘুষোয় শোনা যাচ্ছে, জোড়া স্পিনারের বদলে অতিরিক্ত মিডিয়াম পেসারে দল সাজাতে পারেন কোহলি। তাই অনিয়মিত বোলার হিসেবে তিনি স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলে দেওয়ার পরিকল্পনা করছেন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে, কোহলিকে রান আপ এবং অ্যাকশন পরিবর্তন করে স্পিন বোলিং করতে। যা দেখে তুমুল হইচই বিশ্বকাপের মাঝেই।

আরও পড়ুন

চরম অপমান বিরাট কোহলিকে, প্রথম ম্যাচে খেলতে নামার আগেই তীব্র আক্রমণ


পরিসংখ্যান বলছে, বছর দু-য়েক আগে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিং করেছিলেন বিরাট কোহলি। ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটে ৮টি শিকারও রয়েছে তাঁর নামের পাশে।

কপিল দেব, তারপরে মহেন্দ্র সিং ধোনি! জোড়া পূর্বসূরির কৃতিত্ব ছুঁতে বিরাট কোহলি এবার নামবেন বিশ্বকাপে। তাই যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্তত, রোজবোল স্টেডিয়ামের নেট সেশনে কোহলির স্পিন বোলিংয়ের প্রচেষ্টা দেখে সেটাই মনে হচ্ছে।

cricket Virat Kohli ICC Cricket World Cup
Advertisment