/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/CHOTO-14.jpg)
দ্রাবিড় বলছেন শুধু গোলাপি বলই টেস্টকে নবজীবন দিতে পারবে না (ছবি-টুইটার/বিরাট কোহলি)
গত শুক্রবার টিম ইন্ডিয়ায় অনুশীলনে দেখতে এসেছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন এখন। দ্রাবিড়কে অনুশীলনে পেয়ে আরও ফুরফুরে হয়ে যায় বিরাট কোহলি অ্যান্ড কোং।
এদিন দ্য় ওয়াল বিরাটদের হেড স্য়ার রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে একান্তে আলোচনাও সারেন। আর এর ফাঁকেই কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন দ্রাবিড়। শনিবার টুইটারে কোহলি তাঁর সঙ্গে দ্রাবিড়ের ছবি শেয়ার করেছেন। আর মাইক্রোব্লগিং সাইটে সেই ছবি দেখে নেটিজেনরা মোহিত হয়ে গিয়েছেন। তাঁদের একটাই বক্তব্য়, দেশের দুই কিংবদন্তি এক ফ্রেমে।
আরও পড়ুন: ভারতের অনুশীলনে হঠাৎ হাজির দ্রাবিড়, টিপস দিলেন পন্থকে
???????????? pic.twitter.com/sOt7s7JaKP
— Virat Kohli (@imVkohli) September 21, 2019
Two Greatest Legend Of Indian Cricket In One Pics. ❤️❤️ #ViratKohli#RahulDravidpic.twitter.com/HA6pcDznYf
— Kangkan Sarma (@imKangkanSarma) September 21, 2019
আরও পড়ুন: দ্রাবিড়কে ‘বাঁ-হাতি ব্য়াটসম্য়ান’ বলল আইসিসি, ধুয়ে দিলেন নেটিজেনরা, রোষের মুখে বিসিসিআইও
Two Greatest Cricketer in a Single Frame. pic.twitter.com/aNas0NBcth
— Aditya Saha (@adityakumar480) September 21, 2019
two Legend together ❤
— Vivek Kumar Patel (@ImVKpatel18) September 21, 2019
Legends together ????
— Virats_ girl ❤️ (@Imsania_virat) September 21, 2019
ঘটনাচক্রে দ্রাবিড় আর শাস্ত্রীর ছবি টুইটারে পোস্ট করেছিল বিসিসিআই। সেখানে ক্য়াপশন দেওয়া হয়েছিল, ভারতীয় ক্রিকেটের দুই মহারথী একসঙ্গে। আর সেটা দেখে মাথা ঠিক রাখতে পারেননি দ্রাবিড়ের ফ্য়ানেরা। তাঁরা টুইটারে বোর্ডকে ধুয়ে দিয়েছিল।