/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/virat-kohli-dance-video-759.jpg)
সামনেই বিশ্বকাপ, নেচেই চলেছেন কোহলি (ছবি-বিরাট কোহলি/ইনস্টাগ্রাম)
নাচতে ভালবাসেন বিরাট কোহলি। একথা প্রমাণিত। দিল্লির এই পাঞ্জাবি ছেলে সুযোগ পেলেই নেচে নেন। একাধিকবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। মাঠে হোক বা মাঠের বাইরে কোহলির ব্যাটের মতোই তাঁর নাচও হিট।
সামনেই বিশ্বকাপ। কোহলি অ্যান্ড কোং পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। আর তার আগেই কোহলির ডান্সস্টেপ ভাইরাল। নিজের ব্র্যান্ডের প্রমোশনে এবার কোহলি কোমর দোলালেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিও এখন নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন: দেখুন ফিল্ডিংয়ের ফাঁকে কীভাবে নাচলেন কোহলি!
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের ফটো সেশনের সময় “গ্যাঙ্গনাম ডান্স” করেছিলেন কোহলি। এরপর ২০১৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোহিলর নাচ রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও ভারতকে সেদিন হারতে হয়েছিল। কিন্তু কোহলির হাফ-সেঞ্চুরি ও নাচ হিট হয়ে গিয়েছিল।