Virat Kohli diet before Ranji match: ছোলে-ভাতুরে খাবেন না, রঞ্জিতে খেলতে নামার আগেই 'না' করলেন কোহলি

Virat Kohli diet before Ranji match: বিরাট কোহলির প্রিয় খাবার চোলে-পুরি নয়, কোটলার মাঠে রঞ্জিতে খেলতে নামার আগে খেলেন অন্য একটি উত্তর ভারতীয় খাবার- কড়ি চাওল।

Virat Kohli diet before Ranji match: বিরাট কোহলির প্রিয় খাবার চোলে-পুরি নয়, কোটলার মাঠে রঞ্জিতে খেলতে নামার আগে খেলেন অন্য একটি উত্তর ভারতীয় খাবার- কড়ি চাওল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli: বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলি। Photograph: (ছবি- টুইটার)

Virat Kohli diet before Ranji match: ভারতীয় ক্রিকেটের সুপারস্টার তিনি। সেই বিরাট কোহলির সঙ্গে খাবার, ডায়েট নিয়ে ভক্তদের মধ্যে সবসময়ই কৌতূহল রয়েছে। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে খেলতে নামার আগে তাঁর ডায়েট নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এল। 

Advertisment

নিজের প্রিয় খাবার ছোলে-ভাতুরে এড়িয়ে গেলেন তিনি। বেছে নেন একটি ভিন্ন উত্তর ভারতীয় খাবার। দিল্লি কোহলির জন্মস্থান এবং অন্যান্য দিল্লিওয়ালাদের মতই এখানকার ছোলে-ভাতুরে তাঁর খুবই প্রিয়। তবে বরাবরই তিনি নিজের ডায়েট নিয়ে অনেক বেশি সচেতন। মাঠের বাইরে ফিটনেস বজায় রাখার জন্য কোহলি নির্দিষ্ট ডায়েট মেনে চলেন, যা তাঁকে ফিটনেসের তুঙ্গে থাকতে সাহায্য করে।

তবে রঞ্জি অনুশীলনের শুরুতে তিনি নিজের পছন্দের ছোলে-ভাতুরে নয়, বেছে নিলেন কড়ি-চাওল। সংবাদসংস্থাকে ডিডিসিএ-র এক কর্তা বলেছেন, "ও একদমই বদলে যায়নি। ওঁর ছোলে-পুরি পছন্দ বলে আমরা আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছিলাম। ও বলে দেয় ছোলে-পুরি খাবে না। অনুশীলনের পর সকলের সঙ্গে কড়ি-চাওল খেল।"

ক্রিকেটারদের ডায়েট যে শুধুমাত্র খেলার মাঠে তাদের ফিট রাখার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি তাদের ব্যক্তিত্বেরও একটি অংশ হয়ে ওঠে, বিরাট কোহলি আবারও সেটি প্রমাণ করলেন।

Advertisment

যাইহোক, ১২ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে আপাতত সাজো সাজো রব দিল্লিতে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি থেকেই রেলওয়েজের বিপক্ষে কোহলি নামবেন দিল্লির জার্সিতে।

২০১২-য় গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে দেখা গিয়েছিল মহারথীকে। তবে দর্শকদের কাছে খারাপ খবর, কোহলির এই ম্যাচ দেখতে পারবেন না দেশের সমর্থকরা। লাইভ স্ট্রিমিং এবং সম্প্রচারের সুবিধা না থাকায়।

cricket Ranji Trophy Virat Kohli Cricket News